
ছবি: সংগৃহীত
সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতৃত্ব প্রয়াত ইসরায়েলি গুপ্তচর এলি কোহেনের কিছু ব্যক্তিগত সামগ্রী ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে। উত্তেজনা প্রশমন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সদিচ্ছার বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স।
রিপোর্ট অনুযায়ী, ইসরায়েল রবিবার (১৮ মে) ঘোষণা করেছে যে তারা এলি কোহেনের সঙ্গে সংশ্লিষ্ট নথি, ছবি এবং ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করেছে। এসব সামগ্রী সংগ্রহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়েছে।
সিরিয়ার এক নিরাপত্তা সূত্র, প্রেসিডেন্ট আহমেদ আল-শারার একজন উপদেষ্টা এবং দুই দেশের মধ্যে গোপন আলোচনার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, এই আর্কাইভ সিরিয়া থেকেই ইসরায়েলকে সরবরাহ করা হয়েছে। সিরিয়ার পক্ষ থেকে একে একটি ‘উত্তেজনা হ্রাস এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে আস্থা গড়ে তোলার প্রয়াস’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
উল্লেখ্য, এলি কোহেন ছিলেন একজন মিশরীয় বংশোদ্ভূত ইসরায়েলি গুপ্তচর, যিনি ১৯৬০-এর দশকের শুরুতে সিরিয়ার রাজনৈতিক ও সামরিক অভিজাতদের মধ্যে গভীরভাবে প্রবেশ করতে সক্ষম হন। ‘কামাল আমিন থাব্বেত’ ছদ্মনামে তিনি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর উপদেষ্টার ভূমিকায় কাজ করেন এবং গুরুত্বপূর্ণ সামরিক গোপন তথ্য ইসরায়েলে পাঠান।
১৯৬৫ সালে সিরিয়ায় একটি রাশিয়ান প্রযুক্তির মাধ্যমে গুপ্তচরবৃত্তির প্রমাণ পাওয়া গেলে তাকে আটক করে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। ইসরায়েলে তাকে এখনো একজন জাতীয় বীর হিসেবে স্মরণ করা হয়।
রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এলি কোহেনকে “রাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা” এবং “একটি কিংবদন্তি” বলে অভিহিত করেন।
এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এক নতুন কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: https://short-link.me/12QKC
মিরাজ খান