ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

অনেকেই বলে আমি মাধুরী দীক্ষিত এর মতো দেখতে: অথৈ

প্রকাশিত: ১২:৫৪, ২০ মে ২০২৫

অনেকেই বলে আমি মাধুরী দীক্ষিত এর মতো দেখতে: অথৈ

ছ‌বি: সংগৃহীত

অভিনেত্রী তাহমিনা অথৈ বলেন, “আমি চাই আমার একটা নিজস্বতা তৈরি হোক, মানে আমাকে যেন আমার মতোই লাগে। একটা ভালো মানুষ হওয়া, সবাইকে ভালো রাখা—এটাই আমার আদর্শ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমি নিজের কাছে নিজেকে জানতে চাই, বুঝতে চাই—আমি সত্যিই একজন ভালো মানুষ কি না। যেন রাতে ঘুমানোর আগে মনে হয়, সারাদিন যা করেছি, তা খারাপ কিছু নয়, বরং ভালো কিছু করেছি, কাউকে কষ্ট দেইনি।”

অভিনয়জীবনের শুরুর স্মৃতি তুলে ধরে তিনি বলেন, “আমি আগেও বলেছি, সুবর্ণা মোস্তফা আপাকে আমার খুব ভালো লাগতো। একদম শুরুতে ‘গোলাপজান ছাত্রী নিবাস’ নাটকে উনার সঙ্গে আমার কাজ হয়েছিল। তখনই তার ব্যক্তিত্ব দেখে খুব ভালো লেগেছিল। যদিও ব্যক্তিগতভাবে উনি কেমন, সেটা জানি না, কিন্তু প্রথম দেখাতেই তার ব্যক্তিত্বে আমি মুগ্ধ হই।”

নিজের প্রেরণার উৎস হিসেবে অথৈ বলেন, “আমার বাবা আমার আদর্শ। আমি তাকে দেখে অনেক ইন্সপায়ার হই। তিনি সব সময় আমাকে নৈতিকতা আর আত্মবিশ্বাসের শিক্ষা দিয়েছেন।”

তাহমিনা অথৈ আরও জানান, “ফেসবুকে আমার ছবি দেখে অনেকেই বলে, আমি মাধুরী দীক্ষিতের মতো লাগি। আমি জানি না আসলে সেটা কতটা সত্যি। তবে একবার জাকি স্যারের একটি কাজ করতে গিয়েছিলাম, সেখানে একটি গানে স্যার বলেছিলেন, তোকে মাধুরী দীক্ষিতের মতো লাগছে।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=k9lCtO-uSkE

এএইচএ

×