ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আমি কখনোই আত্মহত্যা করবোনা, মরতে নয় হাজার বছর বেঁচে থাকতে জন্ম নিয়েছি: পরীমণি

প্রকাশিত: ১৫:৩১, ২০ মে ২০২৫; আপডেট: ১৫:৩১, ২০ মে ২০২৫

আমি কখনোই আত্মহত্যা করবোনা, মরতে নয় হাজার বছর বেঁচে থাকতে জন্ম নিয়েছি: পরীমণি

ছবি: পরীমনির ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত

সম্প্রতি চিত্রনায়িকা পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধারের এক ভিত্তিহীন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া এই খবর প্রচার করা হয়েছে।

এই মিথ্যা খবর চোখে পড়ার পরই অভিনেত্রী পরীমণি নিজেই ফেসবুক লাইভে এসে তার অনুরাগীদের নিশ্চিত করেছেন যে তিনি সুস্থ আছেন। তিনি অভিযোগ করেন, ভুয়া সংবাদ দিয়ে তাকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে 'Regular360' নামক একটি ভুয়া ওয়েবসাইটে পরীমণির মৃত্যুর খবর প্রকাশিত হয়। এরপর রাত সাড়ে ৭টায় পরীমণি সরাসরি লাইভে আসেন। সেখানে তিনি এই ধরনের ভুয়া সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, "সারাদিন ফ্যাশন ব্র্যান্ড বডির শুটিং করেছি। ইচ্ছা ছিল টিমের সব সদস্যদের নিয়ে একটা লাইভ করব। কিন্তু সকালের ঘটনা আমাকে অস্বস্তিতে ফেলেছে। অনেকে আমার মৃত্যুর খবর জানতে আমাকেই ফোন দিয়েছেন, মেসেজ করেছেন। আমি বেঁচে আছি কি না, জানতে চাইছেন। একটা মিথ্যা সংবাদের কারণে আজকের সব পরিকল্পনা নষ্ট হয়েছে।"

পরী মণি আরও বলেন, "আমার যদি কিছু হয় তাহলে নিজেই ফেসবুকে পোস্ট দিতাম। আমার জ্বর হলে বা আমার মন খারাপ হলে সব বিষয় আমি সামাজিকমাধ্যমে পোস্ট করে জানিয়ে দেই।" তিনি দৃঢ় কণ্ঠে জানান, "আমি চার বছর আগে চিল্লাইয়া চিল্লাইয়া বলেছি, এখনও বলছি আমি আত্মহত্যা করব না। আমি আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই। যদি কোনোদিন আমার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাহলে সবাই বুঝবেন আমাকে হত্যা করা হয়েছে।"

অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে যোগ করেন, "পরিবার নিয়ে আমি অনেক সুখেই আছি, হাসিখুশি আছি। আত্মহত্যা করার মতো কোনো কারণ নেই। যারা বেশি ভিউসের আশায় জীবিত মানুষকে মেরে ফেলেন তাদের উপার্জন গলা দিয়ে নামে কীভাবে?"

লাইভে তিনি ভুয়া সাংবাদিকদের উদ্দেশ্য করে আরও বলেন, "কোনো একটা বিষয় থেকে সবার দৃষ্টি সরানোর জন্য পরীমণিকে বেছে নেওয়া হয়। যখন কোনো নিউজ খুঁজে না পায় তখন আমাকে একজনের সাথে বিয়ে দিয়ে দেয়। এবার কিছু খুঁজে না পেয়ে আমাকে মেরে ফেলেছে। আপনারা কখনও মৃত মানুষকে লাইভে দেখেছেন? এই মুহূর্তে দেশে যেটা চলছে, জনপ্রিয় একজন অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সবাই এইটা নিয়ে কথা বলছে। সবার দৃষ্টি সরানোর জন্য আমাকে নিয়ে টানাটানি। এমনটা হতে পারে!"

এছাড়াও তিনি ইঙ্গিত দেন, "আবার এমনও হতে পারে, পরীমণির মৃত্যুর খবর ছড়িয়ে দাও। যদি কোনো রিঅ্যাকশন না দেয় তাহলে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে।" ভুয়া সংবাদ প্রচারকারীদের উদ্দেশে পরীমণি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, "নিউজের শিরোনামের জন্য অন্যকিছু খুঁজে পান না? যারা মনে করছেন পরীমণির মৃতদেহ ঝুলন্ত পাবেন, তারা এই সব চিন্তা বাদ দিয়ে হজ করে আসেন। নিজের মনটা পরিষ্কার করে আসেন।"

সবশেষে পরীমণি বলেন, "আমি তো সবকিছু ছেড়ে-ছুড়ে চুপ করে ছিলাম। কিন্তু দেখলাম এইটাও আপনাদের পছন্দ না। আমি আগেই ভালো ছিলাম মুখের ওপর কথা বলে দিতাম। যেটা ভালো না লাগবে সরাসরি না বলতাম। আবার যেইটা ভালো লাগবে সেটা খুব প্রশংসা করতাম। আমি ওরকমই ঠিক আছি। চুপচাপ কোনো কিছু অ্যাভয়েড করা আমার সাথে যায় না।"

সাব্বির

×