ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

রাবিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত,ঘটনার প্রতিবাদে সরব ছাত্র সংগঠনগুলো

লুবনা শারমিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় 

প্রকাশিত: ২৩:২১, ২০ মে ২০২৫; আপডেট: ২৩:২৩, ২০ মে ২০২৫

রাবিতে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত,ঘটনার প্রতিবাদে সরব ছাত্র সংগঠনগুলো

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হওয়ার  ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করে গতকাল সোমবার মধ্যরাতে মশাল মিছিল ও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ছাড়াও আজ বিকেলে ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড ও রাবি শিক্ষার্থী আরাফাত শাওনের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে তারা। 

এ দিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবির। শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ নওসাজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘নিজ ক্যাম্পাসে একজন শিক্ষার্থীর ওপর এমন হামলা দুঃখজনক এবং নিরাপত্তাহীনতার স্পষ্ট প্রতিফলন। এ ধরনের ঘটনা শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত করবে। আমরা এ হামলার তীর নিন্দা জানাচ্ছি এবং দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

ঘটনার প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, "শুধু এই ঘটনাই নয়, সম্প্রতি ক্যাম্পাসে একের পর এক সাইকেল চুরি, মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পরিস্থিতি শিক্ষার সুষ্ঠ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এসব অপরাধের পুনরাবৃত্তি এবং অপরাধীদের অজ্ঞাত থেকে যাওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও অব্যবস্থাপনার ফল। এ ঘটনায় জড়িত বিচারের আওতায় না আনা হলে, প্রশাসনের অবহেলার প্রতিবাদে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।"

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান , "এই ঘটনায় প্রায় ৪ ঘন্টা আগে থেকেই তার মোবাইল নম্বর বন্ধ ছিলো। আমাদের তদন্ত কাজ আগাতে হলে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলা প্রয়োজনীয়। কারণ তিনি ছাড়া এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে, তিনি এখনও অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আরেকটু সুস্থ হলে আমরা পুলিশের সহায়তায় তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে পারবো।"

প্রসঙ্গত,গতকাল সোমবার রাতে সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায় ছিনতাইকারীদের কবলে পড়ে ছুরিকাঘাতের শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এরপর তাকে দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হয় । সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হলে অপারেশন শেষে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন তিনি । 

আরমান

×