
ছবি: সংগৃহীত
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ এই বছর হজ পালনের জন্য শহীদ, বন্দি ও আহত ফিলিস্তিনিদের পরিবারের ১ হাজার সদস্যকে তাঁর ব্যক্তিগত খরচে হজে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এই উদ্যোগটি "দুই পবিত্র মসজিদের খাদেম অতিথি কর্মসূচি"-এর অংশ, যা হজ, ওমরাহ ও জিয়ারতের জন্য চালু রয়েছে এবং এটি পরিচালনা করছে ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়।
ইসলামিক বিষয়ক মন্ত্রী এবং এই কর্মসূচির তত্ত্বাবধায়ক শেখ আবদুলাতিফ আল শেখ বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের এই মহানুভবতাকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি জানান, হজযাত্রীদের মক্কা ও মদিনায় স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা ও অবস্থান নিশ্চিত করতে ছাড়ার দিন থেকে ফিরে আসা পর্যন্ত পূর্ণসেবা নিশ্চিতের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।
১৯৯৬ সালে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে বিভিন্ন দেশের ৬৪,০০০-এর বেশি হজযাত্রী এর সুবিধা পেয়েছেন। এটি মুসলিমদের সেবা প্রদান ও ইসলামের পবিত্র কেন্দ্র হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে।
শহীদ