
ছবি: সংগৃহীত
গাজার সামরিক অভিযান বৃদ্ধির প্রতিবাদে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন। একই সময়ে, দেশের সরকার ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।
গতকাল মধ্যরাত থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৭০-এর বেশি লোক নিহত হয়েছে, যার মধ্যে গাজায় শরণার্থী আশ্রয় কেন্দ্রে বোমাবর্ষণে ২২ জন মারা গেছেন, যাদের মধ্যে শিশুদেরও রয়েছেন।
কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা ইসরায়েলের বিরুদ্ধে ‘স্পষ্ট ব্যবস্থা’ গ্রহণের হুমকি দিয়েছেন, যদি গাজার ওপর পুনরায় শুরু হওয়া আক্রমণ বন্ধ না হয়। এছাড়া ২২টি দেশ ইসরায়েলকে অবরুদ্ধ এলাকার জন্য মানবিক সাহায্য প্রবাহিত করার আহ্বান জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫৩,৫৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২১,৬৮৮ জন আহত হয়েছে। সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ তথ্য মতে, নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে, যেখানে ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
সূত্র: আল জাজিরা।
রাকিব