
ছবি: সংগৃহীত
বিলিয়নিয়ার প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক কাতার ইকোনমিক ফোরামে এক বক্তব্যে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাকে জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক থাকার কথা মনে করিয়ে দিয়ে। প্রসঙ্গত, জেফ্রি এপস্টাইন ছিলেন একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী।
মঙ্গলবার (২০ মে) কাতার ইকোনমিক ফোরামে তিনি এসব কথা বলেন। মাস্ক বলেন, “বিল গেটস কে হন শিশুদের কল্যাণ নিয়ে মন্তব্য করার? তিনি তো জেফ্রি এপস্টাইনের নিয়মিত সঙ্গী ছিলেন।” তার এই বক্তব্যে উপস্থিতদের মধ্যে কিছুটা হাততালি শোনা যায়।
তিনি আরও বলেন, “আমি তো এই লোককে আমার সন্তানের বেবিসিটার হিসেবেও চাই না।” মাস্কের ইঙ্গিত ছিল গেটসের সেই অতীত সম্পর্কের দিকে, যেখানে তিনি ২০১০-এর দশকে বহুবার এপস্টাইনের সঙ্গে দেখা করেছেন-ইভেন তখনও যখন এপস্টাইন এক কিশোরীকে যৌন কাজে প্ররোচিত করার অপরাধে দণ্ডিত হয়ে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত ছিলেন।
তবে মাস্ক নিজেও যে একবার এপস্টাইনের ম্যানহাটনের বাড়িতে গিয়েছিলেন, সেটি তিনি এদিন উল্লেখ করেননি। ২০১১ সালে তারা একসঙ্গে একটি “বিলিয়নিয়ারদের ডিনার”-এও অংশ নিয়েছিলেন বলে জানা যায়।
সম্প্রতি বিল গেটস বারবার সমালোচনা করছেন মাস্কের নেতৃত্বাধীন সরকার বিভাগের দক্ষতা-এর কার্যক্রম নিয়ে। গেটস দাবি করেন, এই সংস্থা সরকারের আন্তর্জাতিক সাহায্য প্রতিষ্ঠান ইউএসএইড-এর বাজেট ব্যাপকভাবে ছাঁটাই করেছে, যার ফলে জীবন রক্ষাকারী খাদ্য ও ওষুধ গুদামে পড়ে নষ্ট হচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমস-এ দেয়া এক সাক্ষাৎকারে গেটস বলেছিলেন, “বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি যদি বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের মেরে ফেলেন, সেই চিত্র খুবই দুঃখজনক।”
মাস্ক এর জবাবে বলেন, “বিল গেটস একজন বড় মাপের মিথ্যাবাদী।” অনুষ্ঠানে সাংবাদিক মিশাল হুসেইনের প্রশ্নের মুখোমুখি হয়ে মাস্ক বলেন, ইউএসএইড প্রকৃতপক্ষে কোনো শিশুদের সাহায্য করছে না।
“আমি নিজেই জানতে চেয়েছি-যে এই সাহায্যের সুবিধাভোগী শিশুরা কোথায়? অন্তত কিছু শিশু দেখাতে পারো?” মাস্ক বলেন, দাবি করেন ডোজে অনেক জালিয়াতি ও দুর্নীতি উদঘাটন করেছে।
তবে মিশাল হুসেইন বিষয়টি আরও গভীরে নিয়ে যান। তিনি উল্লেখ করেন, ডোজে-এর বিদেশি সাহায্য স্থগিতের ফলে যুক্তরাষ্ট্রের এইচআইভি ও এইডস সহায়তা কর্মসূচি পেপফার-এ ব্যাঘাত ঘটেছে। জাতিসংঘের ইউএনএইড মডেলিং অনুসারে, পেপফার বন্ধ হলে ২০২৯ সালের মধ্যে প্রায় ৪ মিলিয়ন (৪০ লাখ) মানুষ এইডস-সম্পর্কিত কারণে মারা যেতে পারে।
হুসেইন বলেন, “তাহলে বিল গেটসের হিসাব হয়তো খুব একটা ভুল নয়—মিলিয়ন সংখ্যক মানুষের প্রাণহানির সম্ভাবনা রয়েছে।”
তখন স্পষ্টতই রেগে গিয়ে মাস্ক প্রতিক্রিয়া জানান, “আচ্ছা, বলো কোন প্রকল্পগুলোর অর্থায়ন বন্ধ হয়েছে, আমি এখনই ঠিক করে দিচ্ছি।” উত্তরে হুসেইন তাকে ইউএনএইড-এর ওয়েবসাইট দেখার পরামর্শ দেন।
সূত্র: https://rb.gy/g7r6ru
মিরাজ খান