ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বিচ্ছেদ হয়ে গেলো নুসরাত-যশের!

প্রকাশিত: ১৪:১৫, ২১ মে ২০২৫

বিচ্ছেদ হয়ে গেলো নুসরাত-যশের!

ছবি: সংগৃহীত

টলিউডের আলোচিত জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে ফের নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা নিয়ে অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি ও কৌতূহল বেড়েছে।

গত 'ভ্যালেন্টাইনস ডে'তে নুসরাত জানিয়েছিলেন যে, যশের গাড়িতে তার পাশে বসার জায়গা এখন তাদের ছেলে ঈশানের দখলে। তিনি বলেন, "আমি সবসময় চাই ওই জায়গাটা ঈশানের থাকুক, আমার সন্তানদের জন্য খুশি মনে আমি জায়গা ছেড়ে দিতে রাজি।" এই মন্তব্যে তাদের পারিবারিক সম্পর্কের দৃঢ়তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

এরপর, নুসরাত তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন, যেখানে লেখা ছিল, "যে ঘরে শান্তি নেই তা কারাগারের সমান। আর সেরা কারাগার হল সেই ঘর যা ভালবাসা দিয়ে তৈরি।" এই পোস্টের পরিপ্রেক্ষিতে যশও তার ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন, "কেন খাঁচায় বন্দি আছো? খাঁচার দরজা তো খোলা রয়েছে।" এই পাল্টা পোস্টগুলো তাদের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

নুসরাত ও যশের সম্পর্ক নিয়ে অতীতে নানা বিতর্ক ও আলোচনা হয়েছে। তবে, তারা এখনও পর্যন্ত বিচ্ছেদের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তাদের এই নতুন পোস্টগুলো টলিপাড়ায় নতুন করে আলোচনা শুরু করেছে।

এখনো পর্যন্ত, নুসরাত ও যশের সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায়, তাদের অনুরাগীরা অপেক্ষা করছেন তাদের মুখ থেকে সত্যি কথা শোনার জন্য।

এসইউ

×