
রাজশাহী আইএইচটি এলাকায় জলাবদ্ধতায় পোহাতে হচ্ছে নিয়মিত দুর্ভোগ
জুলাইয়ের অর্ধ মাসে পরপর কয়েকটি হালকা/মাঝারি বৃষ্টিপাতের পর রাজশাহী মহানগরসহ আইএইচটি এলাকার নিম্নভূমিতে দ্রুত পানি জমছে, যা জনজীবনে স্থায়ী ভোগান্তি তৈরি করছে ।
শহরতলিসহ আইএইচটির আশপাশে, যেমন সাহেববাজার, উপশহর, দাসপুকুর ও সি অ্যান্ড বি মোড় এলাকার বেশিরভাগ স্থানে হাঁটু পর্যন্ত পানি জমে যান চলাচল ও ব্যবসায় ভোগান্তি তৈরি করছে । যার ফলে শিক্ষার্থীসহ রাজশাহী মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ হাসপাতালের রোগীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ক্লিন সিটি রাজশাহীতে এমন জলাবদ্ধতার কারণ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে বর্ধিত ড্রেন নেটওয়ার্ক হলেও কার্যকারিতার অভাব
৯৭ বর্গকিলোমিটার রাজশাহী শহরে মোট ৪৮৮.৫৯ কিমি ড্রেন রয়েছে (প্রাইমারি: ১২.৬৫ কিমি; সেকেন্ডারি: ৮১.৩২ কিমি; টারশিয়ারি: ৩৯৪.৬২ কিমি) ।
গোটা শহরজুড়ে ড্রেন সিস্টেম থাকলেও সহজে অল্প বৃষ্টিতে প্লাবিত হওয়ার প্রধান কারণগুলো হলো—ড্রেনে অব্যবস্থা, বালু/ইট/প্লাস্টিকসহ ভারি আবর্জনা জমা, সত্যিকার ও নিয়মিত পরিষ্কারের অভাব ।
নগরবাসীর অভিজ্ঞতা ও ভাষ্য:
স্থানীয় মুদি দোকান মালিক রহমত আলী বলেন, হাঁটুসমান পানি জমে। ক্রেতারাও ভয়ে আসে না। বেচাকেনা প্রায় বন্ধ হয়ে যায় ।
আইএইচটি মহিলা হোস্টেলে প্রধান গেইটের সামনে হাঁটু পর্যন্ত পানি উঠেছে আজ। এই নিয়ে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হতে অনিহা প্রকাশ করছে।
রিকশাচালক আলাল শেখের মতে, পানি জমে রিকশা চালানো ঝুঁকিপূর্ণ ।
সিটি কর্পোরেশন ও নগর পরিকল্পনাবিদদের মতামত:
ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন জানিয়েছেন, ড্রেনগুলোতে বালি, ইট ও প্লাস্টিক জমছে; পরিষ্কার করলেও জনসচেতনতা না থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না ।
রুয়েটের প্রফেসর ড. মো. আবদুল ওয়াকিল বলেন, খাল-জলাশয় ভরাট ও ডিজাইনে ত্রুটি থাকবে না—তবুও পানি উত্তর দিকের বারোনই নদে সরে যাচ্ছে না, কালভার্ট ড্রেন সঠিক নয় ।
জুলাই ২০২৫–এ আইএইচটি ও আশপাশে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা আবার প্রকট হয়েছে। যদিও ড্রেন নেটওয়ার্ক বিস্তৃত, কিন্তু কার্যকর ব্যবস্থার অভাবে জনজীবন বিঘ্নিত হচ্ছে। তাৎক্ষণিক ও স্থায়ী সমাধানের জন্য—পরিচ্ছন্নতা, খাল রক্ষণাবেক্ষণ, ডিজাইন সংস্কার ও জনসচেতনতা নিশ্চিত করে দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
তাসমিম