
ছবিঃ সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৫। এদিন রংপুরের ২২ শহীদের পরিবার জোরালোভাবে দাবি জানান, আগামী জাতীয় নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
১৬ জুলাই (বুধবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদ স্মরণে আয়োজিত আলোচনায় কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মী।
শহীদ পরিবারের সদস্যরা বলেন— “আমাদের সন্তান ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করেছিল। অথচ পুলিশ ও রাজনৈতিক সন্ত্রাসীরা তাদের গুলি করে হত্যা করেছে। আমরা এক বছর ধরে কেবল আশ্বাস পাচ্ছি, কিন্তু বিচার পাচ্ছি না। ভোট আসছে, কিন্তু ন্যায়বিচার আসছে না। আমরা নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা এবং শিক্ষার্থীদের হত্যার বিচার চাই।”
আলোচনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। বক্তব্যে তিনি বলেন— “একজন বাবা হিসেবে আমি শুধু বিচার চাই না, চাই রাষ্ট্রীয় স্বীকৃতি।”
আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল এবং উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পরিবারের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে তোলার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী তাঁর বক্তব্যে বলেন— “এই দিনটি শুধু স্মরণ নয়, বরং শিক্ষা ও প্রতিজ্ঞার দিন। শহীদ পরিবারগুলোর দাবিকে আমরা পূর্ণ সমর্থন করি এবং রাষ্ট্রের কাছে তাদের ন্যায্য অধিকার আদায়ের আহ্বান জানাই।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ রংপুর বিভাগের ২২ জন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হন।
মারিয়া