ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ফাঁস হওয়া তথ্যের জেরে গোপন অভিযানে যুক্তরাজ্যে আনা হলো হাজারো আফগান

প্রকাশিত: ১০:৪৫, ১৬ জুলাই ২০২৫

ফাঁস হওয়া তথ্যের জেরে গোপন অভিযানে যুক্তরাজ্যে আনা হলো হাজারো আফগান

ছবি: সংগৃহীত

একজন ব্রিটিশ কর্মকর্তার অনিচ্ছাকৃত ভুলে হাজার হাজার আফগান আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর, গোপনে একটি বিশেষ পরিকল্পনার আওতায় তাদের যুক্তরাজ্যে আনার উদ্যোগ নেয় সরকার। ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর অনেক আফগান নাগরিক যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেন। সেই সময় প্রায় ১৯,০০০ আবেদনকারীর ব্যক্তিগত তথ্য অনিচ্ছাকৃতভাবে ফাঁস হয়ে যায়।

 

 

পরে, ২০২৩ সালের আগস্টে ওই ফাঁস হওয়া কিছু তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা উদ্বেগ তৈরি করে নিরাপত্তা ও মানবাধিকার মহলে। এর জবাবে যুক্তরাজ্য সরকার একটি নতুন পুনর্বাসন প্রকল্প চালু করে, তবে তা গোপন রাখা হয়। সরকার একটি 'সুপার-ইনজাংকশন' জারি করে সংবাদমাধ্যমসহ জনসাধারণকে এ বিষয়ে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দেয়।

 

 

 

এখন জানা গেছে, ওই গোপন প্রকল্পের আওতায় এখন পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি আফগানকে যুক্তরাজ্যে এনে পুনর্বাসন করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ব্রিটিশ সরকারের শরণার্থী ব্যবস্থাপনা এবং তথ্য নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
 

ছামিয়া

×