
ছবি: সংগৃহীত
ইয়েমেনের সশস্ত্র বাহিনী হাইফা বন্দরে নৌ অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছে। তাদের নেতৃত্বের নির্দেশনা ও "ঈশ্বরের সহায়তায়" এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সোমবার (১৯ মে) এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, “সাংবাদিক, নারী ও শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান বর্বর হামলা এবং গাজায় অব্যাহত অবরোধ ও না খাওয়ানোর নীতির প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বিবৃতিতে আরও জানানো হয়, হাইফা বন্দরকে এখন থেকে ইয়েমেনি বাহিনীর সামরিক টার্গেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে যেসব কোম্পানির জাহাজ হাইফা বন্দরে অবস্থান করছে বা সেখানে যাওয়ার পথে রয়েছে, তাদের সতর্কবার্তাটি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ইয়েমেনি বাহিনী আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, তারা ফিলিস্তিনি জনগণের উপর চালানো নিপীড়ন ও তাদের ন্যায্য প্রতিরোধ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না।
বিবৃতির শেষাংশে বলা হয়, যদি গাজায় ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ না করা হয় এবং অঞ্চলটির অবরোধ তুলে নেওয়া না হয়, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া সব ধরনের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। তবে আগ্রাসন বন্ধ হলে এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
মিরাজ খান