ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে স্টেকহোল্ডারদের সভা

প্রকাশিত: ১৮:৫৪, ২১ মে ২০২৫; আপডেট: ১৮:৫৫, ২১ মে ২০২৫

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে স্টেকহোল্ডারদের সভা

ছবি: সংগৃহীত

আজ বিকাল ৪ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং ( প্যাসেঞ্জার ও কার্গো ) কার্যক্রম সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান, মাননীয় উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়, শেখ বশিরউদ্দীন, মাননীয় উপদেষ্টা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যোগদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্টেকহোল্ডারগণের বক্তব্য উপদেষ্টাগণ মনোযোগ সহকারে শুনেন।

অনুষ্ঠানে বিমান উপদেষ্টা বলেন, থার্ড টার্মিনালকে রাষ্ট্রীয় লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরী। আমরা আমাদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।

জ্বালানি উপদেষ্টা বলেন, আমাদের সকলের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে। কিন্তু আমাদের রাষ্ট্রীয় দিকটিকে বিবেচনা করতে হবে যাতে আমরা এভিয়েশন খাতকে লাভজনক পর্যায়ে নিতে পারি। এলক্ষ্যে আমরা সকলের আন্তরিক প্রচেষ্টা চাই। উপস্থিত সদস্যগণ জ্বালানি উপদেষ্টার বক্তব্যের সাথে একমত পোষণ করেন।

উক্ত সভায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনলাইনে যুক্ত ছিলেন। অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: সাফিকুর রহমান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আসিফ

×