ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি আজ জনগণবিরোধী এক পরিণতির পথে হাঁটছে: নাসিরুদ্দিন পাটোয়ারী

প্রকাশিত: ০১:৩৬, ২২ মে ২০২৫

বিএনপি আজ জনগণবিরোধী এক পরিণতির পথে হাঁটছে: নাসিরুদ্দিন পাটোয়ারী

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এক ফেসবুক পোস্টে বলেছেন, বিএনপি আজ একটি জনগণবিরোধী পরিণতির পথে হাঁটছে। তার দাবি, বিএনপি কখনোই জনগণের স্বার্থে কোনো আন্দোলনে নেতৃত্ব দেয়নি, বরং সবসময় নিজেদের ক্ষমতার স্বার্থে রাজপথে নেমেছে।

নাসিরুদ্দিন পাটোয়ারীর ভাষ্য অনুযায়ী, চুপ্পুর অপসারণ হোক বা ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র—যে কোনো জনস্বার্থ সংশ্লিষ্ট উদ্যোগে বিএনপি বাধা সৃষ্টি করেছে কিংবা নীরব থেকেছে। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও দলের পক্ষ থেকে কোনো শক্ত অবস্থান নেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, “বিএনপি এখন কিছু বয়স্ক রাজনীতিকের ক্ষমতাচর্চার এক গোঁড়া প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে তরুণ নেতারা, যেমন ইশরাক হোসেন, একটি মেয়র পদ পাওয়ার জন্যও রাস্তায় বসে থাকতে বাধ্য হন।”

বিএনপির দীর্ঘ ১৬ বছরের নেতৃত্ব ও কৌশলগত ব্যর্থতার কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, এই ব্যর্থতায় দলের ভেতরের দেশপ্রেমিক কর্মীরা ফ্যাসিবাদী দমননীতির শিকার হয়েছেন এবং দল ক্রমেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নাসিরুদ্দিন পাটোয়ারী মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে ‘জুলাই অভ্যুত্থান’কে বিএনপি শুধুই ক্ষমতার পালাবদলের চোখে দেখছে—এটি তাদের কাছে কোনো জাতীয় রূপান্তরের প্রতীক নয়। ঢাকার মেয়র নির্বাচনকে ঘিরেও তারা নাটক সৃষ্টি করছে, যেখানে জনগণের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।

তার সতর্কবার্তা, “বিএনপি যদি ভাবে ছাত্র-জনতা ঘরে ফিরে গেছে, তারা ভুল করবে। একটি পরিবারতন্ত্রের বিরুদ্ধে যেভাবে গণঅভ্যুত্থান হয়েছে, তেমনি আরেকটি মাফিয়াতন্ত্র টিকিয়ে রাখতে গেলে দ্বিতীয় অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠবে।”

শেষে তিনি বলেন, “জুলাই প্রস্তুতি নিচ্ছে। রাজপথে আবারো দেখা হবে।”

আসিফ

×