ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি যাতে নির্বাচনে আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে: ইশরাক হোসেন

প্রকাশিত: ০১:১২, ২২ মে ২০২৫

বিএনপি যাতে নির্বাচনে আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে: ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সমর্থকদের আন্দোলনে সংহতি জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন, তার দল যাতে নির্বাচনে আসতে না পারে, রাষ্ট্র ক্ষমতায় বসতে না পারে সেজন্য ‘ষড়যন্ত্র’ চলছে।

বুধবার (২১ মে) রাতে কাকরাইল মসজিদ মোড়ে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি বলেন, চলমান এই আন্দোলন ডিসেম্বরে দেশে একটি নির্বাচন হবে কি না সে দাবি আদায়ের লড়াইও।

তার অভিযোগ, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম উপদেষ্টার পদে থেকে ষড়যন্ত্র করছেন। আরও দুয়েকজন উপদেষ্টা সম্মিলিতভাবে চেষ্টা করছেন যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে যেন নির্বাচনে না আসতে পারে।’

ইশরাক হোসেন বলেন, ‘বিএনপি যেন ভালো না করতে পারে, রাষ্ট্র ক্ষমতায় বসতে না, আমাদের নেতা দেশে এসে দেশ সংস্কারের ৩১ দফা যেন বাস্তবায়ন করতে না পারে সেই অপচেষ্টায় যুক্ত রয়েছে।’

নগর ভবনের সামনে গত ১৪ মে থেকে আন্দোলন চালিয়ে আসা ইশরাকের সমর্থকদের কিছু অংশ বুধবার সকালে মৎস্য ভবন ও কাকরাইল মসজিদ মোড়ের সড়কে অবস্থান নেন। সন্ধ্যার পর মৎস্য ভবনে অবস্থান করা সমর্থকরা চলে গেলেও কাকরাইলের সড়কে রয়ে যান বাকিরা।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অদূরে কাকরাইল মসজিদ মোড়ে সমর্থকদের এ অবস্থান কর্মসূচিতে গিয়ে রাতে উপস্থিত হন আদালতের রায়ে মেয়র পদে জয়ী ঘোষিত ইশরাক হোসেন।

 

সূত্র: https://www.facebook.com/share/v/1MZR6AKYiZ/

রাকিব

×