
জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় তেলবাহী একটি ট্রেনের একটি তেলবোঝাই লরি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার রাত দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় জয়পুরহাটের সাথে পার্বতীপুর-সান্তাহার রুটসহ সারাদেশের ট্রেন চলাচল ৭ ঘণ্টা বন্ধ থাকে।
জয়পুরহাট রেলস্টশন সূত্রে জানা গেছে, বুধবার রাত দশটার কিছুক্ষণ আগে চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই তেলবাহী একটি ট্রেন জয়পুরহাট রেলস্টেশন ছেড়ে যায়। রাত সাড়ে নয়টার দিকে পুরানাপৈল রেলগেইট থেকে কিছুটা উত্তর দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে জেলার সাথে উভয় দিকের ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ও পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনসহ সবগুলোই লেট হয়।
জয়পুরহাট রেলস্টশনের মাস্টার নাহিদা আকতার বলেন, তেলবাহী একটি ট্রেন পুরানাপৈল এলাকায় লাইনচ্যুত হয়েছে। উভয় দিকের ট্রেন চলাচল সাত ঘণ্টা বন্ধ ছিল এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সজিব