ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আগামী অর্থবছর থেকে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ফি ও করহার প্রায় ৪০ শতাংশ কমাবে সরকার: আসিফ মাহমুদ

প্রকাশিত: ১৮:২১, ২১ মে ২০২৫; আপডেট: ১৮:২২, ২১ মে ২০২৫

আগামী অর্থবছর থেকে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ফি ও করহার প্রায় ৪০ শতাংশ কমাবে সরকার: আসিফ মাহমুদ

ছবিঃ সংগৃহীত

আগামী অর্থবছর থেকে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি ও করহার প্রায় ৪০ শতাংশ কমাবে সরকার বলে জানান স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২১ মে) তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

তিনি তার পোস্টে বলেন, বর্তমানে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অঞ্চলভেদে প্রায় ১৪ শতাংশ থেকে ১৫ শতাংশ হারে বিভিন্ন ধরণের কর ও ফি রয়েছে। আগামী অর্থবছর এটি কমিয়ে ৮ শতাংশ থেকে ৯ শতাংশে নামিয়ে আনা হতে পারে।

সূত্রঃ https://www.facebook.com/Asif07M/posts/pfbid027ia7A6L1sAn313xcVx4r4qHMef99VYREC6u6n7cCjupkxsWv9sDntDD5478pUsETl

ইমরান

×