
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় মাজালিসুল মুফাসসিরীন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কুষ্টিয়া শহরের শরীয়াতুল্লাহ ইয়াতিমখানায় এ সভা অনুষ্ঠিত হয়।
মাজালিসুল মুফাসসিরীনের কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওঃ আবুল হাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাজালিসুল মুফাসসিরীনের কুষ্টিয়া জেলা সহসভাপতি অধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান।
মাজালিসুল মুফাসসিরীনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাতের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাজালিসুল মুফাসসিরীনের কুমারখালী উপজেলার শাখার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা আব্দুল মালেক আজাদী,হাফেজ মাওলানা মুরশিদ আলম, মুফতি আলী হোসাইন ফারুকী, মাওলানা মতিউর রহমান নাটোরী,মাওলানা সাইফুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মঈনুল হক আহসানী।
আলীম