
ছবি: সংগৃহীত
রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকী বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির টক শোতে ইশরাক হোসেনের মেয়র ইস্যু নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “আপনি তাকে বলে দিলেন যে সে মেয়র হবে। প্রথমে সেটি বাতিল ছিল, পরে সে দাবি করেছে তাকে ঘোষণা করা হোক। এটাই সে চাইতেই পারে। ভুল হোক বা সঠিক। কিন্তু সেও যে চাইল তার চাওয়াটা কিন্তু সঠিক হয় নাই। বরং এটা তার বিজয় ছিল, এইটুকুই।”
আবু হেনা রাজ্জাকী বলেন, “আইন দেখলে দেখা যাবে, নির্বাচনের পর দেলোয়ার হোসেন সাঈদী ও সুধাংশু শেখর হালদারের একই ধরনের মামলা হয়েছিল। আমি তখন লাকিলি কোর্টে উপস্থিত ছিলাম, যখন সুধাংশু হালদারের পক্ষে রায় দেওয়া হয়। এরপর সংসদ মাত্র ১০-১২ দিন কাজ করেছিল। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, ‘এই রায় দিয়ে আপনি কী করবেন?’ তিনি বলেছিলেন, ‘আমি বিজয়ী হয়েছি’ — সেটাই ওনার সন্তুষ্টি।”
তিনি আরও বলেন, “ইশরাকের ক্ষেত্রেও এটা উচিত ছিল এখানেই থেমে যাওয়া। কিন্তু আজকে তার মেয়াদও শেষ। এমন যদি হইতো আরো ছয় মাস মেয়াদ আছে, আমি আমার অধিকার আদায় করার জন্য তালা মারছি বা ব্লক করছি।”
সূত্র: https://www.youtube.com/watch?v=0vdF5UCytXA
এএইচএ