ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কমলগঞ্জে ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ

আহমেদুজ্জামান(আলম),নিজস্ব সংবাদদাতা,কমলগঞ্জ

প্রকাশিত: ১৯:৩১, ২১ মে ২০২৫

কমলগঞ্জে ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ

ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বুধবার (২১ মে) বিকাল ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে ৭৫টি মাল্টিমিডিয়া প্রজেক্টর  ও ৭৪টি ল্যাপটপ বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পতনঊষার ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান,  জেলা বিএনপির সদস্য মো. দূরুদ আহমদ,  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন,  পৌর বিএনপির সাবেক সাবেক যুগ্ম - আহবায়ক মো. শফিকুর রহমান,  কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ভূইয়া রাজন রেজা প্রমুখ।

পরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ে রোপনের জন্য গাছের চারা বিতরণ করা হয়। 


 

আলীম

×