
ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান তার নাগরিকত্ব নিয়ে উঠা প্রশ্নের জবাবে বলেছেন, “আমার একটাই ন্যাশনালিটি, বাংলাদেশের। আমি আমেরিকায় থেকেছি ঠিকই, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই।”
করিডোর ইস্যুতে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলেছেন করিডোর নিয়ে আপনারা কথা বলছেন, কারো সঙ্গে আলাপ করেন নাই। অস্তিত্ববিহীন জিনিস নিয়ে আমরা কি করে আলাপ করবো? যার অস্তিত্ব নেই, তার ব্যাপারে আলাপ কীভাবে হয়?”
ব্যক্তিগত আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমাকে যদি বলা হয় বিদেশি নাগরিক, তাহলে কাল তারেক রহমান সাহেবকেও তা বলতে হবে। আমি অনুরোধ করব, আপনারা বুঝে শুনে কথা বলুন। আমাকে ঢিল ছোড়া হলে সেই ঢিল কিন্তু অন্য কারো উপর গিয়ে পড়তে পারে।”
তিনি আরও বলেন, “যেটা আমি নই, আমাকে সেটা বানানোর চেষ্টা করবেন না। আর যদি কারও কাছে প্রমাণ থাকে, তাহলে আদালতে যান। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার অধিকার আছে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=byQ-V7bbVCI
এএইচএ