
সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর এক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে, ব্যাপক আলোচনা সমালোচনা।
জানা যায় বক্তব্যটি দুদু জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের নিয়ে দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এনসিপি নেতা সারজিস আলম থেকে শুরু করে অনেক নেটিজেনরা তার বক্তব্যের সমালোচনা করেন।
সম্প্রতি প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএনপির সিনিয়র এই নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেন তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা।’ তবে এই বক্তব্যের এবার ব্যাখ্যা দিয়েছেন তিনি। আজ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন তার এমন কথা বলার কারণ।
গণমাধ্যমটিকে তিনি বলেন, ‘তারা সমালোচনা করেছে, আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে, আমি সেটির উত্তর দিয়েছি কিন্তু তারা সেটি সহজভাবে নিতে পারেনি।’ এর আগে এত অনৈতিক সমালোচনা বিএনপিকে নিয়ে কোন দল করেনি ।
যে দলের নেত্রী বেগম খালেদা জিয়া, নেত্রীকেই তো ১০ বছর সাজা দিয়েছে (আওয়ামী লীগ) উল্লেখ করে তিনি আরো বলেন, তাকে জেলে নিয়েছে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আর ১৫ বছরের যে আন্দোলন আমাদের অনেকের সাজা হয়েছে, যাবজ্জীবন হয়েছে ফাঁসি হয়েছে। এরপরও যদি এটি তাদের মাথায় না আসে এরপরও যদি তারা প্রচার করে, আওয়ামী লীগের কাছে বিএনপি টাকা নিয়েছে তাহলে এর চেয়ে বোধহয় অনৈতিক কিছু আর হতে পারে না।’
গণমাধ্যমটিকে বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, ‘সমালোচনা করলে পাল্টা সমালোচনা সহ্য করারও ক্ষমতা থাকতে হবে। আমি যা বলেছি তা তারা সহ্য করতে পারে নাই। আমি তাদের রাজনীতি নিয়ে কোন কথা বলি নাই। তাদের নীতি-নৈতিকতা বা দুর্নীতি নিয়েও কিছু বলি নাই। তারপরও আমরা যেহেতু তাদের বয়জৈষ্ঠ, আমি যা বলেছি তাতে যদি তাদের কষ্ট হয়ে থাকে ‘সরি’ কিন্তু, সিনিয়রদের জাতীয় রাজনীতি নিয়ে সমালোচনা করার আগে ভাবতে হয়। তাদের ছাত্র রাজনীতির বয়সই এখনো শেষ হয়নি। জাতীয় রাজনীতি নিয়ে যখন তারা আসছে, তার পরিপক্কতা তাদের ধারণ করতে হবে।’
ফুয়াদ