ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রাম্পের ‘কল্পিত গণহত্যা’ অভিযোগে CAIR-এর কড়া সমালোচনা

প্রকাশিত: ০৪:২৬, ২২ মে ২০২৫

ট্রাম্পের ‘কল্পিত গণহত্যা’ অভিযোগে CAIR-এর কড়া সমালোচনা

ছবি: সংগৃহীত

মার্কিন মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR) মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভিত্তিহীন ‘গণহত্যা’ অভিযোগ তোলার পাশাপাশি গাজায় চলমান প্রকৃত গণহত্যাকে উপেক্ষা করছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি।

CAIR এর মুখপাত্র বলেন, আমাদের সরকারকে দক্ষিণ আফ্রিকার কল্পিত গণহত্যার প্রতি এতটাই মনোযোগী হওয়া উচিত নয় যে গাজায় যে সত্যিকারের গণহত্যা চলছে তা এড়িয়ে যায়।

মহাসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ প্যালেস্টিনিয়ানকে হত্যা ও আহত করেছে, যা অনেকের মতে গণহত্যার সামিল। অথচ যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলকে সামরিক সাহায্য প্রদান করে যাচ্ছে।

CAIR বলেছে, আমাদের সরকারের উচিত বাস্তবের দিকে নজর দেওয়া এবং গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধে সক্রিয় ভূমিকা নেওয়া।

এসএফ

×