ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

মারধরের ভাইরাল ভিডিও নিয়ে নিজেই কথা বললেন ভোক্তা কর্মকর্তা জব্বার

প্রকাশিত: ১৬:২৭, ২১ মে ২০২৫; আপডেট: ১৬:২৯, ২১ মে ২০২৫

মারধরের ভাইরাল ভিডিও নিয়ে নিজেই কথা বললেন ভোক্তা কর্মকর্তা জব্বার

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের জনপ্রিয় সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলা- দাবি করে একটি ভিডিও ভাইরালের ঘটনায় এবার মুখ খুলেছেন, আব্দুল জব্বার নিজেই

তবে মারধরের ভাইরাল ভিডিওটি আব্দুল জব্বার মন্ডলের নয়। আজ বুধবার ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুকে তিনি লিখেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত। এটি একটি Fake News. এই ভিডিও এর সাথে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।

এর আগে মো. আব্দুল জাব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি।৩১ মার্চ তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন।

ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন, আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর : ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।

এম/এফ

×