ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্বসংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ২৩:৩৩, ২১ মে ২০২৫

নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুন্দশী-মল্লিকপুর সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সালমান মল্লিক নামের একজন শিক্ষার্থী। রাস্তায় দাঁড়িয়ে থাকা রোড রোলারের সঙ্গে ধাক্কায় ঘটে যায় এই দুর্ঘটনা। নিহত সালমান দোয়ামল্লিকপুর গ্রামের বাসিন্দা এবং সরকারি মল্লিকপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।ঘটনাটি ঘটে ২১ মে (বুধবার) রাত আনুমানিক ৮টার দিকে। সালমানের সঙ্গে একই মোটরসাইকেলে থাকা তার মা ও ভাবী গুরুতর আহত হয়ে বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।১৮ বছর বয়সী সালমান ছিলেন পরিবারে অত্যন্ত প্রিয় একজন সদস্য। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে সালমান তার মা ও ভাবীকে নিয়ে একটি ক্লিনিকে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি যখন শহরের কুন্দশী-মল্লিকপুর এলাকার ডাঃ আজিজুর রহমান মুয়াজের বাড়ির সামনে পৌঁছায়, তখন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রোড রোলারের সঙ্গে ধাক্কা লাগে। এই ধাক্কায় সালমান, তার মা চায়না বেগম ও ভাবী তাবেরা বেগম  গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন। সালমানের মা ও ভাবীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক আব্দুলা আল মামুন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 

 

রাজু

×