ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মুখের ব্রণ ও পিগমেন্টেশন দূর হবে কীভাবে? জেনে নিন ঘরোয়া টোটকা

প্রকাশিত: ০৭:২৪, ২২ মে ২০২৫

মুখের ব্রণ ও পিগমেন্টেশন দূর হবে কীভাবে? জেনে নিন ঘরোয়া টোটকা

ছবি: সংগৃহীত

ব্রণ, দাগছোপ বা পিগমেন্টেশনের সমস্যা এখন অনেকেরই। বাজারচলতি নানা প্রসাধন সামগ্রী ব্যবহার করেও অনেক সময় মিলছে না কাঙ্ক্ষিত ফল। তবে ঘরোয়া একটি উপাদানফিটকিরিহতে পারে এর সহজ সমাধান। আয়ুর্বেদ মতে, ফিটকিরি ত্বকের জন্য একটি কার্যকর উপাদান, যার রয়েছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ।

কীভাবে উপকার করে ফিটকিরি?

ত্বক টানটান করে

ফিটকিরিতে রয়েছে অ্যাস্ট্রিঞ্জেন্ট বৈশিষ্ট্য, যা ত্বকের ছিদ্র সঙ্কুচিত করে ও ত্বক টানটান করতে সহায়তা করে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য এটি খুবই উপকারী বলে বিশেষজ্ঞরা মনে করেন। নিয়মিত ব্যবহারে সূক্ষ্ম রেখা ও বলিরেখাও হ্রাস পায়।

ব্রণ কমাতে সাহায্য করে

ফিটকিরির অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে। যারা ব্রণ-প্রবণ ত্বকের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি হতে পারে প্রাকৃতিক সমাধান। নিয়মিত ব্যবহারে ব্রণ কমে ও ত্বক পরিষ্কার থাকে।

ত্বক উজ্জ্বল করে

ফিটকিরি ব্যবহারে ত্বকের মৃত কোষ দূর হয় এবং নতুন কোষ জন্ম নিতে সহায়তা করে। এতে করে হাইপারপিগমেন্টেশন, দাগ বা কালচে ভাব কমে যায়, ফলে ত্বক ফিরে পায় প্রাকৃতিক উজ্জ্বলতা।

বার্ধক্য রোধে কার্যকর

ফিটকিরির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে বার্ধক্যের প্রভাব কমাতে সাহায্য করে। এটি ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে, যা বলিরেখা ও বয়সের ছাপ কমায়।

কীভাবে ব্যবহার করবেন?

টোনার হিসেবে:

সামান্য ফিটকিরি গুঁড়ো জলে মিশিয়ে টোনার তৈরি করুন। মুখ ধোয়ার পর তুলোর সাহায্যে এটি লাগান। এটি ত্বক শক্ত করে এবং ছিদ্র সঙ্কুচিত করতে সহায়তা করে। তবে ব্যবহারের পরে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন, কারণ ফিটকিরি ত্বক শুষ্ক করে দিতে পারে।

ফেস মাস্ক হিসেবে:

ফিটকিরি গুঁড়োর সঙ্গে গোলাপ জল বা মধু মিশিয়ে মাস্ক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ৫-১০ মিনিট রাখুন, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক গভীরভাবে পরিষ্কার করে ও প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

রাকিব

×