ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ইশরাক সমর্থকদের মৎস্য ভবন মোড় ও কাকরাইলে অবস্থান, যান চলাচল ব্যাহত

প্রকাশিত: ১১:০২, ২২ মে ২০২৫

ইশরাক সমর্থকদের মৎস্য ভবন মোড় ও কাকরাইলে অবস্থান, যান চলাচল ব্যাহত

ছবি: সংগৃহীত।

বৃষ্টি উপেক্ষা করেও টানা অষ্টম দিনের মতো মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা।

বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর কাকরাইল মোড়, মৎস্য ভবন ও আশপাশের এলাকায় সরেজমিনে দেখা যায়, সমর্থকেরা ব্যারিকেড দেওয়া সড়কের পাশে অবস্থান নিয়েছেন। প্রবল বৃষ্টির মধ্যেও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকারী মোসাদ্দেক হোসেন বলেন, “ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। ঝড়-বৃষ্টি আমাদের থামাতে পারবে না।”

এর আগে টানা কয়েকদিন নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী, বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাককে দায়িত্ব না দেওয়ায় তারা নতুন কর্মসূচিতে নামেন।

ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচির দৃশ্যপট আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত করেন।

তবে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম সেই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।

পরবর্তীতে নির্বাচন কমিশন (ইসি) আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ২২ এপ্রিল চিঠি দেয়। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

নুসরাত

×