ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ইশরাকের শপথে আর বাধা নেই, হাইকোর্টের আদেশ নিয়ে মুখ খুললেন সারজিস আলম

প্রকাশিত: ১৪:৩৭, ২২ মে ২০২৫; আপডেট: ১৪:৪০, ২২ মে ২০২৫

ইশরাকের শপথে আর বাধা নেই, হাইকোর্টের আদেশ নিয়ে মুখ খুললেন সারজিস আলম

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এবার এ বিষয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে কথা বলেন। সারজিস আলম তার পোস্টে লিখেছেন,
"মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?"

বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন।

এর ফলে মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে আদালত জানান।

ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানিয়েছেন, এই আদেশের ফলে মেয়র পদে শপথ নিতে ইশরাকের আর কোনো বাধা নেই। তিনি আরও বলেন,
আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

সূত্র : https://www.youtube.com/watch?v=ccTBpQjZjZg

আলিফ

×