ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

এনসিপিকে নির্বাচনবিরোধী বানাতে চক্রান্ত চলছে: নেতাদের অভিযোগ

প্রকাশিত: ১৫:৩৮, ২২ মে ২০২৫

এনসিপিকে নির্বাচনবিরোধী বানাতে চক্রান্ত চলছে: নেতাদের অভিযোগ

ছবি: সংগৃহীত

নির্বাচন ও ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচনবিরোধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে দলটি। এনসিপির শীর্ষ নেতারা বলেছেন, সচেতনভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল কাজ করছে।

গতকাল রাজধানীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,
“প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের যে সময়সীমা দিয়েছেন, এনসিপি তা সমর্থন করে। তবে এর মধ্যে বিচার ও কাঠামোগত সংস্কার নিশ্চিত করার দাবিও আমাদের রয়েছে।”

এর আগে ১০ মে, এনসিপির ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও বলেন, “নির্বাচন হবেই ডিসেম্বর থেকে জুনের মধ্যে।” তিনি একাধিকবার এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তবুও, দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাস্তায় অবরোধ ও আন্দোলনকে "অগ্রহণযোগ্য ও অগণতান্ত্রিক" বলে অভিহিত করেছেন দলের নেতারা। তাদের মতে, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমান ইন্টারিম সরকারের অংশ, তাদের হঠাৎ পদত্যাগ চাওয়াটা রাজনৈতিক বিভাজন তৈরির অপপ্রয়াস।

নেতারা আরও অভিযোগ করেন, দেশের রাজনীতিতে আবারও সেনা হস্তক্ষেপে সমাধান খোঁজার মানসিকতা তৈরি হচ্ছে, যা একধরনের "সাব-কনশাস প্রবণতা"।
“আমরা সেনাবাহিনীকে সম্মান করি, তারা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য পাহারাদার। কিন্তু রাজনৈতিক সালিশ বা হস্তক্ষেপের সুযোগ দিয়ে আরেকটি ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না।”

বক্তারা মনে করেন, যাদের পাশে পেয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো ঐতিহাসিক পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে। তবে আওয়ামী লীগের বিচারের দাবিতে কোনো বড় রাজনৈতিক দলের নির্লিপ্ততা জনমনে হতাশা সৃষ্টি করছে।

"দ্রুত বিচার, কাঠামোগত সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি," বলেন নেতারা। তারা সতর্ক করেন—বর্তমান সম্ভাবনাকে নষ্ট করে অস্থিরতা তৈরি করা হলে তা হবে একটি ঐতিহাসিক ব্যর্থতা।

আলিফ

×