
ছবিঃ সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসেছেন। আপনাদেরকে ভালোবেসে এই দেশের মানুষ দায়িত্ব দিয়েছে। কিন্তু মনে রাখবেন, এই জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশিদিন টিকে থাকে না। অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন।”
তিনি আরও বলেন, “আমরা কখনো কখনো কোনো কোনো নেতার জন্য রোজাও থেকেছি। এই দেশের মানুষ কখনো এমনও করেছে—কারও শাহাদাত বা মৃত্যুর পর নামাজে জানাজা পড়ার সময় যথেষ্ট লোকসমাগম হয়নি। আবার এমনও জানাজা হয়েছে, যা বাংলাদেশ তো বটেই, পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহত্তম জানাজায় পরিণত হয়েছে।”
“অর্থাৎ শহীদ জিয়াকে নিয়ে, বিএনপিকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ চুপচাপ বসে থাকবে—এমনটা ভাবার কোনো কারণ নেই। আমাদের ধৈর্যেরও সীমা আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেয়ালের লিখন পড়তে শিখুন। কোনো অবস্থাতেই হঠকারী কোনো চিন্তা করার চেষ্টা করবেন না।”
ডা. জাহিদ হোসেন বলেন, “জনগণের ক্ষমতা দ্রুততার সঙ্গে জনগণকে প্রয়োগ করার সুযোগ দিন। আগামী দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব কে নেবে, কী সংস্কার হবে—সেটি জনগণই ঠিক করবে। জনগণের শক্তির ওপর আস্থা রাখুন। কোনো বিদেশি প্রভুর ওপর নির্ভর করে দেশ পরিচালনার চিন্তা করবেন না। এটা হতে পারে না।”
“মনে রাখতে হবে, এই দেশে তারাই টিকে থাকবে, যারা জনগণের সঙ্গে ছিল এবং জনগণের সুখে-দুঃখে পাশে আছে,” — বলেন বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা।
ইমরান