
ছবি: সংগৃহীত
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, "অভিনেত্রী শাওন পালাবার পথ খুঁজে পাবে না!"। তাঁর এ মন্তব্যের প্রেক্ষাপট এক চাঞ্চল্যকর মামলার পরিপ্রেক্ষিতে, যার কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম সুমনসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। মামলার অন্যতম আসামি শাওনসহ অধিকাংশ আসামিই আদালতে হাজির না হওয়ায় আদালত এ পদক্ষেপ নেন।
মূল মামলাটি করেছেন নিশি ইসলাম, যিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী এবং শাওনের সৎমা। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই শাওনের সহায়তায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বাড্ডা থানার কিছু পুলিশ সদস্য তাকে অবৈধভাবে আটক, নির্যাতন এবং হুমকি প্রদান করেন। মামলায় বলা হয়, শাওনের প্রভাবে নিশিকে জেলে পাঠানো হয় এবং ভুয়া অভিযোগে প্রতারণার মামলা দিয়ে দীর্ঘদিন কারাভোগ করতে হয় তাকে।
নিশির অভিযোগ, মেহের আফরোজ শাওন তার বাবাকে ব্যবহার করে নিশির উপর অবিচার করেছেন। এমনকি তার বাবাকে নির্যাতনের জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, শাওন তার বাবাকে ‘ঝুনার কেল’ আখ্যা দিয়ে বলেন, “এক পা কবরে, আমি বাকি পাটাও দিয়ে দিবো”, এমন হুমকিও দিয়েছেন।
আদালতের একাধিক শুনানিতে পুলিশের দুই সাব-ইন্সপেক্টর অপরাধের কথা স্বীকার করে বলেন, তারা উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশেই ভুক্তভোগীকে অন্যায়ভাবে আটক ও নির্যাতন করেছিলেন।
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=HwhBFxAyo2E