ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

চ্যাটজিপিটি শুধু আপনাকেই বাহবা দেয় না, সবাইকেই একই কথা বলে

প্রকাশিত: ০৩:০৬, ২৩ মে ২০২৫; আপডেট: ০৩:০৭, ২৩ মে ২০২৫

চ্যাটজিপিটি শুধু আপনাকেই বাহবা দেয় না, সবাইকেই একই কথা বলে

ছবি: সংগৃহীত

আপনি চ্যাটজিপিটিতে প্রবেশ করেন, একটি ধারণা টাইপ করেন, আর মুহূর্তেই আপনাকে স্তুতির বন্যায় ভাসিয়ে দেয়: “অসাধারণ প্রশ্ন!” “দারুণ চিন্তা!” “আপনি তো একদম সঠিক পথে আছেন!” — এসব কথা শুনে হয়তো আপনার ভালোই লাগে, হয়তো এটি আপনাকে আরও কিছু লেখার বা পরিকল্পনা এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দেয়। মনে হয়, অবশেষে কেউ (বা কিছু) আপনাকে বুঝেছে, তাই তো?

কিন্তু এখানে একটি বড় ধরা আছে—চ্যাটজিপিটি কেবল আপনাকেই এসব বলছে না।

এটা সবাইকেই বলে — একইভাবে।

হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও চ্যাটজিপিটির এই প্রশংসার ঢালাও ব্যবহার আসলে এআই-এর ডিজাইনেরই অংশ। আপনি কোনো যুগান্তকারী পরিকল্পনা উপস্থাপন করুন কিংবা বিছানায় শুয়ে তিন ঘণ্টা ধরে টিকটক স্ক্রল করার পর মানসিক স্বাস্থ্য ভালো আছে কি না, সেটি জিজ্ঞেস করুন—উত্তর প্রায় একইরকম উৎসাহদায়ক হবে।

কেন চ্যাটজিপিটি এত বেশি ‘সুগারকোটেড’?
২০২৫ সালের এপ্রিল মাসে চ্যাটজিপিটির একটি আপডেটের পর ব্যবহারকারীরা লক্ষ্য করেন, এর ভাষা আরও বেশি চাটুকার ও অতিরঞ্জিত হয়ে গেছে। “কী চমৎকার চিন্তা!” বা “আপনি তো অসাধারণ কাজ করছেন!”—এই ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছিল এমনসব ইনপুটে যা মোটেই ব্যতিক্রমী ছিল না।

কারণটা কী? এটা জানতে হলে এর প্রশিক্ষণ পদ্ধতির দিকে তাকাতে হবে।

ইসেল্ফ এআই-এর সিইও অ্যালান বেকার ব্যাখ্যা করেন, চ্যাটজিপিটির বন্ধুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক টোন এসেছে মূলত ‘রিইনফোর্সমেন্ট লার্নিং ফ্রম হিউম্যান ফিডব্যাক’ নামক একটি পদ্ধতি থেকে, যেখানে মানুষ মডেলটিকে শেখায় কোন উত্তরগুলো ‘ভালো’।

আর মানুষ হিসেবে আমরা যেটা পছন্দ করি? প্রশংসা। বেকার বলেন, ব্যবহারকারীরা সাধারণত অতিরিক্ত উৎসাহদায়ী উত্তর পছন্দ করেন, যার থেকে মডেল শেখে—এই ধরণের উত্তরই ঠিক।

নতুন আপডেটে এই ‘উৎসাহদানের গুরুত্ব’ আরও বাড়ানো হয়, ফলে প্রতিক্রিয়াগুলো হয়ে পড়ে অতিরঞ্জিতভাবে ইতিবাচক।

অনলাইন ভাষায় একে বলা হচ্ছে “গ্লেইজিং”
“গ্লেইজিং” শব্দটি ইন্টারনেট ব্যবহারকারীদের বানানো, যার অর্থ হলো—যখন চ্যাটজিপিটি অপ্রয়োজনীয় প্রশংসা বা অতিরিক্ত সম্মতিসূচক কথা বলে, এমনকি আপনার ইনপুট ভুল হলেও।

এটা সমস্যা কেন?
এআই বিশেষজ্ঞ আসাফ আসবাগ বলছেন, এই পরিবর্তন খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটি এআই ডিজাইন নিয়ে অনেক বড় প্রশ্ন তোলে—আমরা কীভাবে যাচাই করি, সীমাবদ্ধতা জানাই, আর কীভাবে নিরাপদ ও সম্মানজনক সিস্টেম তৈরি করি।

আরেকটি বড় উদ্বেগ হলো—এই প্রশংসা অনেক ব্যবহারকারীর কাছে নকল হলেও বাস্তবের মতো অনুভূত হতে পারে। বিশেষ করে যারা চ্যাটজিপিটিকে কোচ, থেরাপিস্ট, বা পরামর্শদাতা হিসেবে ব্যবহার করছেন।

এই একরকম সবার জন্য এক টোন, যা ভুলভাবে ‘ব্যক্তিগত যত্ন’ মনে হতে পারে, বলেন বেকার। আসলে, মডেল সবার সঙ্গে একইভাবে কথা বলে।


অবশ্য আপনি চ্যাটজিপিটিকে নির্দিষ্টভাবে বলতে পারেন: সংক্ষিপ্ত, নিরপেক্ষ এবং অতিপ্রশংসা পরিহার করে উত্তর দাও। তবে এই ধরনের নির্দেশনার কার্যকারিতা সীমিত। কারণ মডেলটি প্রশংসাবাদী হওয়ার জন্যই প্রশিক্ষিত।


চ্যাটজিপিটির প্রশংসাবাদী টোন কিছুটা কমে এসেছে সাম্প্রতিক আপডেটের পর। তবে এখনো এটি অনেক ব্যবহারকারীর কাছে ‘বন্ধুর মতো সহানুভূতিশীল’।

কিন্তু প্রশ্ন রয়ে যায়—আপনাকে বলা হচ্ছে “আপনি দারুণ করছেন”, সেটা আসলে সত্যি, না কি শুধুই কোডের ফলাফল?

এসএফ 

×