ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

গুগলের নতুন যুগ: এআই সার্চে বিজ্ঞাপন, লাইভ অনুবাদ ও স্বয়ংক্রিয় সহকারী

প্রকাশিত: ০৩:২২, ২৩ মে ২০২৫

গুগলের নতুন যুগ: এআই সার্চে বিজ্ঞাপন, লাইভ অনুবাদ ও স্বয়ংক্রিয় সহকারী

ছবি: সংগৃহীত

বর্তমানের ডিজিটাল যুগে গুগল তার আধিপত্য ধরে রাখতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অনুষ্ঠিত বার্ষিক Google I/O সম্মেলনে গুগল আনলো ‘AI Mode’ নামে এক নতুন ফিচার, যেখানে ব্যবহারকারীর অনুসন্ধানের সঙ্গে যুক্ত হচ্ছে বিজ্ঞাপন। এটি চ্যাটজিপি ও মেটার মতো এআই প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় গুগলের প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে।

গুগলের প্রধান সিইও পিচাই বলেন, “আমরা বিজ্ঞাপনের ভবিষ্যতকে নতুনভাবে কল্পনা করছি—এমন বিজ্ঞাপন যা ব্যবহারকারীর অভিজ্ঞতা বিঘ্নিত না করে পণ্য ও সেবার সন্ধানে সাহায্য করবে।”

বিজ্ঞাপন আর এআই একসঙ্গে: এক নতুন বাস্তবতা
এআই মোডের অন্যতম প্রধান ফিচার হলো ‘AI Overview’ — যা ব্যবহারকারীর অনুসন্ধানের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় একটি সারাংশ। গত বছর চালু হওয়া এই ফিচার ইতোমধ্যে ১.৫ বিলিয়নের বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছেছে। এবার গুগল এই সারাংশের সঙ্গে প্রাসঙ্গিক বিজ্ঞাপন যুক্ত করছে, যা মোবাইলের পাশাপাশি এখন ডেস্কটপেও পাওয়া যাবে।

এটি Wall Street-এ বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু, কারণ চ্যাটজিপির জনপ্রিয়তার কারণে গুগলের বিজ্ঞাপন থেকে আয়ের উপর আশঙ্কা তৈরি হয়েছিল। গুগলের নতুন এই কৌশল একদিকে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য দ্রুত দেয়, অন্যদিকে কোম্পানির রাজস্বও নিশ্চিত করে।

ব্যবসায়ীদের জন্য এআই সুবিধা
নতুন ফিচারে মার্কেটাররা এআই-এর সাহায্যে সহজে বিজ্ঞাপন তৈরি করতে পারবে এবং বিজ্ঞাপনকে এমনভাবে লক্ষ্যভিত্তিক করবে যা সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবে। গুগল বলেছে, “আমরা ব্যবসায়ীদের জন্য একটি নতুন এলগরিদম চালু করছি, যা নতুন অনুসন্ধানগুলো ধরতে এবং রূপান্তর বাড়াতে সক্ষম।”

বৈশ্বিক যোগাযোগে নতুন যুগ: Google Meet-এ লাইভ স্পিচ অনুবাদ
অন্য এক উল্লেখযোগ্য ঘোষণা ছিল Google Meet-এ ‘রিয়েল-টাইম স্পিচ ট্রান্সলেশন’ সুবিধা চালু করা। এর মাধ্যমে দুই জন আলাদা ভাষায় কথা বললেও সিস্টেম একে অপরের ভাষায় তা লাইভ অনুবাদ করে শোনাতে পারবে। এটি আন্তর্জাতিক মিটিং এবং ভিন্ন ভাষাভাষীর মধ্যে যোগাযোগকে সহজ করবে।

লেখক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এটি সরাসরি কথোপকথনের গতি ধরে রাখতে পারলে ভবিষ্যতে ভাষার প্রাচীর অনেকটাই ভেঙে যাবে।

‘জার্ভিস’ সহকারী হিসেবে Google Gemini Agent
গুগলের আরেকটি অভিনব উদ্ভাবন হলো ‘Agent Mode’ যা গুগলের Gemini এআই অ্যাপে অন্তর্ভুক্ত। এটি ব্যবহারকারীর পক্ষ থেকে ওয়েবসাইটে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে, যেমন অনলাইনে কেনাকাটা করা। গুগল এর জন্য বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা রেখেছে যাতে ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে এআই কাজ করে।

পিচাই বলছেন, “এজেন্ট হলো নতুন প্রযুক্তি, যা ব্যবহারকারীর জন্য সহজতা বাড়াবে এবং এআই প্রযুক্তির পরবর্তী ধাপের সূচনা করবে।”

এসএফ

×