ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

গুগলের ‘জেমিনি’ অ্যাসিস্ট্যান্ট: নতুন প্রযুক্তি নিয়ন্ত্রণ নেবে স্মার্টফোনের!

প্রকাশিত: ০৭:০৪, ২৩ মে ২০২৫; আপডেট: ০৭:০৫, ২৩ মে ২০২৫

গুগলের ‘জেমিনি’ অ্যাসিস্ট্যান্ট: নতুন প্রযুক্তি নিয়ন্ত্রণ নেবে স্মার্টফোনের!

ছবি: সংগৃহীত

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘আই/ও’-তে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি নামজেমিনি। গুগল সিইও সুন্দর পিচাই নিজেই যেন বারবার জেমিনির নাম নিয়েই বক্তব্য সাজিয়েছেন। আর এর পেছনে রয়েছে গুগলের এক সুদূরপ্রসারী পরিকল্পনা ভবিষ্যতের সব প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে থাকবে জেমিনি।

বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বড় পরিবর্তন আসছেগুগল অ্যাসিস্ট্যান্টের বিদায় ও জেমিনির আগমন। গুগল ইতোমধ্যে নিশ্চিত করেছে, ২০২৫ সালের শেষ নাগাদ গুগল অ্যাসিস্ট্যান্ট বাতিল করা হবে এবং এর জায়গা নেবে আরও বেশি ক্ষমতাসম্পন্ন জেমিনি অ্যাসিস্ট্যান্ট।

গুগলের প্রজেক্ট অ্যাস্ট্রা-এর অংশ হিসেবে একটি ভিডিও ডেমো দেখানো হয় যেখানে জেমিনির অসাধারণ সক্ষমতার প্রমাণ পাওয়া যায়। একজন ব্যক্তি তার বাইসাইকেল ঠিক করতে গিয়ে জেমিনির সহায়তা নেয়। শুরুতে জেমিনি সংশ্লিষ্ট বাইকের ম্যানুয়াল খুঁজে দেয়, এরপর ম্যানুয়ালের পিডিএফ ডকুমেন্ট স্ক্রল করে নির্দিষ্ট অংশ বের করে, নিজে থেকেই ইউটিউবে ভিডিও চালিয়ে দেয় এবং ক্যামেরা ও জিমেইলের মাধ্যমে স্ক্রু ও নাট চিনে নিয়ে ব্যবহারকারীর ই-মেইলে উল্লেখিত একটি যন্ত্রাংশ চিহ্নিত করে।

এরপর ব্যবহারকারী জেমিনিকে বলে স্থানীয় একটি সাইকেল দোকানে ফোন করতে। আশ্চর্যের বিষয়, ব্যবহারকারী নিজে ফোন না করেও জেমিনি স্বয়ংক্রিয়ভাবে দোকানে ফোন করে প্রয়োজনীয় স্ক্রু আছে কিনা জেনে নেয়।

ডেমো ভিডিওতে আরও কিছু কার্যকলাপ দেখা গেলেও এতটুকুই বোঝাতে যথেষ্টজেমিনি আপনার মোবাইল ফোন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে। পিডিএফ ডকুমেন্ট স্ক্রল করা, ইউটিউবে সার্চ, ফোন কলসবই নিজে নিজে সম্পন্ন করবে। যদিও এটি ছিল ডেমো ভিডিও, গুগল বলছে এমন সক্ষমতা খুব শিগগিরই বাস্তবে দেখা যাবে।

‘জেমিনি লাইভ’ নামে নতুন সুবিধা শিগগিরই চালু হচ্ছে, যেখানে গুগল ম্যাপস, ক্যালেন্ডার, টাস্কস এবং কিপ-এর সঙ্গে ইন্টিগ্রেশন থাকবে। এর ফলে ব্যবহারকারীরা সরাসরি লাইভ কনভারসেশনের মাধ্যমে ক্যালেন্ডারে ইভেন্ট যোগ করা, ম্যাপে লোকেশন খোঁজা কিংবা টাস্ক সেট করা ইত্যাদি করতে পারবেন।

এছাড়া, ভবিষ্যতে জেমিনি একটি প্রোঅ্যাকটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেযেমন আপনি যদি একজন শিক্ষার্থী হন, তাহলে এটি আপনার পরীক্ষার আগে প্রস্তুতির জন্য কুইজ সাজেস্ট করবে এবং আপনার দুর্বল জায়গাগুলো শনাক্ত করে প্রস্তুতিতে সাহায্য করবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট নয়এটি ভবিষ্যতের ব্যক্তিগত সহকারী, যাকে আপনি ফোনের মধ্যেই রাখবেন।

 

সূত্র: https://www.droid-life.com/2025/05/20/googles-new-gemini-assistant-can-takeover-your-phone/

রাকিব

×