
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। ছবিঃ সংগৃহীত
জাতীয় রাজনৈতিক অঙ্গনে এনসিপি ও বিএনপি’র মধ্যে দূরত্ব বাড়ছে—সাম্প্রতিক সময়ে এমন আলোচনা ঘুরে বেড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে ঘিরে এনসিপি-বিএনপি ঐক্যে ফাটলের ইঙ্গিত পাওয়া যায় কিনা—এই প্রশ্নে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, *"এটা এনসিপি’র এক অঘোষিত নেতার স্টেটমেন্ট। আমি এ নিয়ে তর্কে যেতে চাই না, কোনো মন্তব্যও করতে চাই না।"
তিনি আরও বলেন, "আমার মতামত হলো, কোনো সরকারের প্রতি কোনো রাজনৈতিক দলের সমর্থন কখনোই নিঃশর্ত (আনকন্ডিশনাল) হয় না — তা যে দলই হোক না কেন। একটি সরকার যদি গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে, সে সরকারও চিরস্থায়ী নয়।"
নির্বাচন ব্যবস্থা নিয়ে বক্তব্যে ড. রিপন বলেন, "যখন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়, দিনের ভোট রাতে হয়, রাষ্ট্রযন্ত্র — প্রশাসন, পুলিশ, ও বিভিন্ন বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয় — তখন সেটা নির্বাচন নয়।"
তিনি দৃঢ়ভাবে বলেন, "আমরা এমন একটি সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে সরকার ও সংসদ সদস্য নির্বাচন করতে পারবে। এটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল কথা।"
ড. রিপনের বক্তব্যে স্পষ্ট — বিএনপি এখনো একটি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান বজায় রেখে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পদ্ধতির প্রশ্নে আপসহীন।
মুমু