ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চাই: প্রিন্স

দেওয়ান নাঈম, নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট।।

প্রকাশিত: ১৯:৪৭, ২৩ মে ২০২৫

উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চাই: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “জনগণ চায় না ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করুন, তারা ব্যর্থ, স্বার্থান্বেষী ও পক্ষপাতদুষ্ট উপদেষ্টাদের অপসারণ এবং উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চায়।”

শুক্রবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রিন্স বলেন, “কিছু অযোগ্য ও অভিজ্ঞতাহীন উপদেষ্টার কর্মকাণ্ডে সরকার বিপাকে পড়েছে। তারা নিজেদের অবস্থান চিরস্থায়ী করতে চায়, যা রাষ্ট্রীয় কাঠামোকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।”

‘শুধু একটি নির্বাচনের জন্য আসিনি’—এমন বক্তব্যকে সমালোচনা করে তিনি বলেন, “এ ধরনের উক্তি গণতন্ত্রের অন্তর্নিহিত উদ্দেশ্যের পরিপন্থী। ভোটাধিকার হরণ করে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, তেমনি এখন নির্বাচন বিলম্বিত করাও কর্তৃত্ববাদকে শক্তিশালী করবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্ট খুনিদের বিচারের প্রক্রিয়া শুরু করাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। তবে পূর্ণাঙ্গ সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত অপেক্ষা করলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে।”

সরকার ও সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, এবং গণ-অভ্যুত্থানের শক্তির সঙ্গে রাষ্ট্রীয় শক্তির সম্পর্ক পুনঃস্থাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এই মুহূর্তে জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিকল্প নেই।”

ড. ইউনূসের প্রসঙ্গে তিনি বলেন, “কিছু মহল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে সম্মানিত ব্যক্তি হিসেবে ইউনূস দায়িত্ব পালন করতে না পারেন। এই স্বার্থান্বেষী গোষ্ঠী সরকারকে জিম্মি করে ফেলেছে। তাদের বাদ দেওয়া ছাড়া পথ নেই।”

সমাবেশে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। পরিচালনা করেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির।

বক্তব্য দেন: পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, মিজানুর রহমান মিজান, কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যাপক মোফাজ্জল হোসেন, মওলানা আলী আকবর, রাব্বি কায়সার আরাফাত প্রমুখ।

নুসরাত

×