
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টায় দুটি কিশোর গ্যাং গ্রুপের মধ্যে বিরোধের জেরে আব্দুল্লাহ ছুরিকাঘাতে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। রাত সোয়া ১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান। নিহত আব্দুল্লাহ সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকার বাসিন্দা মো. শামীমের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার রাতে কিশোর গ্যায়ের দুটি গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয় আব্দুল্লাহ। পরে স্থানীয় লোকজন আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি আরো বলেন, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। খুনের এ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
রাজু