
ছবিঃ সংগৃহীত
বর্তমানে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধে দেশের সাধারণ মানুষ যেমন আগ্রহী, তেমনি অনেকের মধ্যেই দেখা যাচ্ছে বিভ্রান্তি, বিশেষ করে যখন একটি খতিয়ানে একাধিক অংশীদার থাকেন। প্রশ্ন উঠছে—এই ক্ষেত্রে কর কিভাবে পরিশোধ করতে হবে? প্রত্যেক অংশীদারকে কি আলাদা আইডি খুলে কর দিতে হবে, নাকি একজনের পরিশোধেই সকলের কর পরিশোধ হয়ে যাবে?
এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, একাধিক অংশীদার থাকলেও খতিয়ানের পক্ষ থেকে যেকোনো একজন অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করলে সেটিই যথেষ্ট। দাখিলায় সকল অংশীদারের নাম স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যায়। তবে শর্ত হচ্ছে, করের পুরো অর্থ (যেমন ৯০০ টাকা) একজনকেই পরিশোধ করতে হবে।
তবে যদি অংশীদারদের মধ্যে সম্পর্ক সুসম্পর্কপূর্ণ না হয় বা প্রত্যেকে নিজ নিজ অংশের কর আলাদাভাবে দিতে চান, তখনও একটি সীমাবদ্ধতা রয়েছে। বর্তমান সিস্টেমে এখনো এ সুবিধা চালু হয়নি যে এক খতিয়ানের অধীনে প্রত্যেক অংশীদার আলাদা করে নিজের অংশের কর দিতে পারবেন। এমন ক্ষেত্রে তিনজন অংশীদার আলাদাভাবে কর দিলে ৯০০ টাকার বদলে মোট ২৭০০ টাকা জমা পড়বে, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়।
এই সমস্যার দুটি সমাধান তুলে ধরা হয়েছে:
একজন অংশীদার কর পরিশোধ করবেন, অন্য অংশীদাররা তাকে নিজ নিজ অংশ অনুযায়ী টাকা দিয়ে দেবেন। ভূমি কর আইডিতে ‘হোল্ডিং’ অপশনে গিয়ে বিস্তারিততে ক্লিক করলে ‘মালিকগণের ভূমি উন্নয়ন কর’ বিভাগে প্রত্যেকের দাবির পরিমাণ দেখা যাবে।
প্রত্যেকে আলাদাভাবে মিউটেশন করে আলাদা খতিয়ান তৈরি করবেন। এতে করে প্রত্যেকে নিজের নামে ভূমি কর আইডি খুলে আলাদাভাবে কর পরিশোধ করতে পারবেন।
ভবিষ্যতে যদি একই খতিয়ানের অধীনে একাধিক অংশীদার নিজ নিজ অংশ অনুযায়ী আলাদাভাবে কর পরিশোধ করতে পারেন—এমন ব্যবস্থা চালু হয়, তাহলে সে সম্পর্কিত নির্দেশনাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানানো হবে।
এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তারা সংশ্লিষ্ট দপ্তরের হেল্পলাইন বা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন।
মারিয়া