
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্ব পাশে বাঙ্গরা উমলোচন উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে অবৈধ ভাবে ভেজাল খোলা তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ মে) রাত ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে ভেজাল খোলা তেল বোতলজাত করে অনুমোদিত ভিন্ন ভিন্ন ব্রান্ডের নামে নকল লেভেল লাগিয়ে বাজারজাত করার অপরাধে বাঙ্গরা গ্রামের জাহাঙ্গীর সওদাঘড় ছেলে ওমর ফারুককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি অনুমতি ব্যাতিত ফ্যাক্টরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
রাজু