ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

মুরাদনগরে খোলা তেল বোতলজাত করে বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২৩:১১, ২৩ মে ২০২৫

মুরাদনগরে খোলা তেল বোতলজাত করে বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্ব পাশে বাঙ্গরা উমলোচন উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে অবৈধ ভাবে ভেজাল খোলা তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ মে) রাত ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে ভেজাল খোলা তেল বোতলজাত করে অনুমোদিত ভিন্ন ভিন্ন ব্রান্ডের নামে নকল লেভেল লাগিয়ে বাজারজাত করার অপরাধে বাঙ্গরা গ্রামের জাহাঙ্গীর সওদাঘড় ছেলে ওমর ফারুককে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি অনুমতি ব্যাতিত ফ্যাক্টরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

 

রাজু

×