ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ভারত আগুন নিয়ে খেলছে’, সতর্কবার্তা পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের

প্রকাশিত: ০৪:১৬, ২৪ মে ২০২৫; আপডেট: ০৪:২৩, ২৪ মে ২০২৫

‘ভারত আগুন নিয়ে খেলছে’, সতর্কবার্তা পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের

ছবি: সংগৃহীত

পারমাণবিক যুদ্ধের পথে হাঁটলে তা হবে ‘অযৌক্তিক’ এবং ‘একেবারে বোকামি’— কারণ এই পথ দুই দেশের জন্যই ‘পারস্পরিক ধ্বংস’ ডেকে আনবে। এমনটাই মনে করেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত আগুন নিয়ে খেলছে। এই আগুনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সংঘর্ষময় পরিস্থিতি তৈরির জন্য ভারতের তৈরি করা ন্যারেটিভ।’

তার মতে, পারমাণবিক যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। বরং এটি একটি ‘অকল্পনীয়’ এবং ‘অযৌক্তিক’ ধারণা। তিনি বলেন, ‘পাকিস্তান শান্তি চায়। তবে যদি যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা সব সময় প্রস্তুত।’

ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘ভারত বারবার পুরনো ও ভিত্তিহীন আখ্যান সৃষ্টি করে একধরনের উত্তেজনার আবহ তৈরি করছে। এই কাজ তারা কয়েক বছর পর পর করে থাকে, যা মূলত মিথ্যা এবং সেকেলে। গোটা দুনিয়া এখন বুঝে গেছে, ভারতের শুরু থেকেই নেওয়া অবস্থান ভিত্তিহীন ছিল।’

তিনি আরও বলেন, ‘দুই দেশই পারমাণবিক শক্তিধর। এর পরও ভারত যে ঔদ্ধত্য দেখাচ্ছে, তা একেবারে বিপজ্জনক। যে কোনও সময় পরিস্থিতির বিস্ফোরণ ঘটতে পারে।’

 

সূত্র: বিবিসি।

রাকিব

×