
ছবি: সংগৃহীত
রাজধানীর রায়েরবাজার এলাকায় গলা, হাত ও পায়ে শেকল পরা অবস্থায় ঘোরাফেরা করছে ১৪ বছরের এক কিশোর। তার নাম ইয়াসির। মনে রাখতে পারে নিজের নাম, কিন্তু ভুলে যায় ঠিকানা। শেকলের মধ্যে বাঁধা তার ঘুম, খাওয়া আর চলাফেরা।
এই কিশোরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছোটবেলায় স্বাভাবিক থাকলেও সাত বছর বয়সের পর তার মানসিক অবস্থার অবনতি ঘটে। বিভিন্ন কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁক করানো হলেও কখনো চিকিৎসকের শরণাপন্ন হননি তারা।
ইয়াসিরের বড় ভাই শুকুর আলী জানান, একাধিকবার সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বরিশাল, কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছে। হারিয়ে যাওয়ার আশঙ্কায় তার হাতে মোবাইল নম্বর লিখে রাখা হয়েছে।
‘ভাই হারিয়ে গেলে ফোন আসে—আপনার ভাইকে কক্সবাজারে পাওয়া গেছে,’ বলেন শুকুর আলী। ‘তাই নাম্বার ট্যাটু করিয়ে দিয়েছি।’
পরিবারের সদস্যরা জানান, ইয়াসির কাউকে বিরক্ত করে না, শুধু নিজের মতো ঘোরে। তবে মাঝে মাঝে আক্রমণাত্মক আচরণও করে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে ইয়াসিরের ভিডিওচিত্র দেখানো হলে তারা জানান, ছেলেটি মানসিক রোগে ভুগছে এবং এটি চিকিৎসার মাধ্যমে নিরাময়যোগ্য।
ইনস্টিটিউটের একজন চিকিৎসক বলেন, ‘আমরা প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা দিতে প্রস্তুত। সমাজকল্যাণ তহবিল থেকে তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব।’
পরিবারের প্রত্যাশা, এবার অন্তত চিকিৎসার সুযোগ পাবে ইয়াসির—মুক্ত হবে শেকলবন্দি জীবন থেকে।
সূত্র: https://www.youtube.com/watch?v=RTwP4OomLtA
রাকিব