
ছবি: সংগৃহীত
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নয় মাস পূর্তিতে প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়সীমার প্রতি আস্থা ও সহযোগিতার বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ মে) দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "আজকে পরিবর্তনের নয় মাস অতিক্রান্ত হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি—তাঁর এই কথার উপর আস্থা রাখতে চাই। এবং আস্থা রেখে এটিকে বিবেচনায় নিয়ে আমাদের পক্ষে যা উপযুক্ত, তা ফ্লেক্সিবলি বলেছি।"
তিনি আরও বলেন, "আমরা তাঁকে বাধ্য করতে চাই না। আমরা কেন বাধ্য করবো? কারণ তিনি তো সকলের দ্বারা সমর্থিত। আমরাই তো সবাই তাঁকে দায়িত্ব দিয়েছি। তিনি তো জোর করে নেননি। তিনি তো আমাদের প্রতিপক্ষ নন, তিনি এখন সরকারের অভিভাবক। এই দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় তাঁর উপর দিয়েছেন। আমাদের দায়িত্ব তাঁর সার্বিক কাজে সহযোগিতা করা।"
জামায়াত আমির দাবি করেন, "আমরা আমাদের জানামতে কোনো ধরনের অসুবিধা করিনি। বরঞ্চ, যেখানে যতটুকু সম্ভব, আমরা সহযোগিতা করেছি।"
এএইচএ