
ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৩ মে) ভোরে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া নেতা হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন। তার সঙ্গে স্ত্রী তাহমিনা গিয়াসও ছিলেন।
ইমিগ্রেশন পুলিশের তথ্যমতে, চট্টগ্রামের মিরসরাই থানায় দায়ের করা একাধিক নাশকতা মামলার ভিত্তিতে মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, “বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। তাকে থানা হেফাজতে আনার জন্য আমাদের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।”
তিনি আরও জানান, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে, যেগুলোর অধিকাংশই নাশকতা সংক্রান্ত। এসব মামলায় তিনি পলাতক আসামি ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেফতারের পর গিয়াস উদ্দিনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি জানান।
সূত্র:https://youtu.be/7pt731xLy08?si=5mi0pHy6M34Yc6nE
আঁখি