ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

মাত্র এক ঘণ্টা! কেন সরাতে হলো ‘বাঙালি বিলাস’-এর ট্রেলার?

প্রকাশিত: ১৬:২৪, ২৪ মে ২০২৫

মাত্র এক ঘণ্টা! কেন সরাতে হলো ‘বাঙালি বিলাস’-এর ট্রেলার?

ছবি : সংগৃহীত

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’-এ এই বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করল এবাদুর রহমানের নতুন সিনেমা বাঙালি বিলাস। নারীবাদ, বিশ্বাসঘাতকতা ও রাজনীতির টানাপড়েনকে উপজীব্য করে নির্মিত সিনেমাটি ১৮ মে কানে অনুষ্ঠিত হয় এর বিশেষ প্রিমিয়ার। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শনের রেশ কাটতে না কাটতেই জন্ম নেয় নতুন বিতর্ক।

২২ মে, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাতা এবাদুর রহমান সোশ্যাল মিডিয়ায় ৩ মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ট্রেলার প্রকাশ করেন, যা মাত্র এক ঘণ্টার ব্যবধানে সরিয়ে নিতে হয় তাকে—নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রেলারটির শুরুতেই ছিল কেন্দ্রীয় নারী চরিত্রের একটি গভীর ও বেদনাদায়ক যৌন অভিজ্ঞতার বর্ণনা। এতে বক্তব্য রাখেন বিশ্বখ্যাত বুদ্ধিজীবী গায়ত্রী চক্রবর্তী স্পিভাক । 

অভিনয় নিয়ে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ফারহানা হামিদকে ফোনে ‘ভালগার’ বা অশালীন উপস্থাপনার অভিযোগে ভর্ৎসনা করা হয়। নির্মাতা জানান, এ ধরনের চরিত্রে অভিনয়ের কারণে কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ফারহানা হামিদকে ফোনে তীব্রভাবে ভর্ৎসনা করা হয়েছে। এমনকি তাকে বলা হয়েছে, তিনি 'ভালগার'ভাবে উপস্থাপিত হয়েছেন এবং বাংলাদেশে তার থাকা উচিত নয়। এসব হুমকির পর ফারহানা নির্মাতাকে বার্তা পাঠান— “ভাই, প্লিজ সেভ মি।”

পরিচালক এবাদুর রহমান জানান, শিল্পীর নিরাপত্তা ও মানসম্মানের প্রশ্নে ট্রেলারটি মুছে ফেলা হয়েছে। তার ভাষায়—

“প্রথম থেকেই এই সিনেমাটি ঘিরে নানা বিরোধিতা ছিল। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আমাদের শিল্পীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে।”

এদিকে নির্মাতা আরও জানান, আপাতত দেশে ‘বাঙালি বিলাস’ মুক্তির কোনো পরিকল্পনা নেই। সিনেমাটির আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত এই ১৯০ মিনিট দৈর্ঘ্যের সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন—যিনি ভারতীয় নির্মাতা কিউ-এর ‘গান্ডু’ ছবির জন্য আলোচিত হন। এছাড়া অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালামসহ আরও অনেকে। 

সা/ই

×