
সংগৃহীত
আকাশে অবিরাম ডানা মেলে উড়তে থাকা রহস্যময় সামুদ্রিক পাখি আলবাট্রস। বিস্ময়কর এই পাখিটি কখনো কখনো বছরের পর বছর ভূমিতে না নেমেই কাটিয়ে দেয় জীবন। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন পাঁচটি অবাক করা তথ্য, যা আলবাট্রসকে করে তোলে প্রকৃতির এক অনন্য সৃষ্টি।
প্রথমত, আলবাট্রস একবার উড়লে দীর্ঘ সময়, কখনো কখনো বছর পেরিয়েও, ভূমিতে না নেমে উড়তে পারে। কেবল প্রজননের সময় এরা ডিম পাড়তে ভূমিতে ফিরে আসে। বাকি সময় সমুদ্রের উপর দিয়েই খাদ্য সরবরাহ ও যাত্রা করে।
দ্বিতীয়ত, অনেক পাখির ঘ্রাণশক্তি দুর্বল হলেও, আলবাট্রসের ক্ষেত্রে চিত্র উলটো। এরা সমুদ্রের উপর থাকা সুবাস বা রাসায়নিক সংকেত অনুসরণ করে বহু দূর থেকেও খাবার শনাক্ত করতে পারে।
তৃতীয়ত, আলবাট্রসের আয়ুষ্কাল ৫০-৬০ বছর পর্যন্ত। এরা জীবনের শেষ প্রান্ত পর্যন্তও প্রজননে সক্ষম থাকে। বিখ্যাত একটি আলবাট্রস ‘উইজডম’ ৭০ বছর বয়সেও ডিম দিয়েছে বলে জানা গেছে, যা একটি রেকর্ড।
চতুর্থত, সঙ্গী নির্বাচন প্রক্রিয়ায় আলবাট্রস পাখি একাধিক ধাপের বিশেষ ‘ড্যান্স’ বা নৃত্য প্রদর্শন করে। এসব নৃত্যের ধরন নির্ভর করে প্রজাতিভেদে। ওয়ান্ডারিং আলবাট্রসের রয়েছে অন্তত ২২ রকমের ভঙ্গিমা।
পঞ্চমত, আলবাট্রস পাখির ডানার বিস্তার ১১ ফুট পর্যন্ত হতে পারে, যা বিশ্বের যেকোনো পাখির মধ্যে সর্ববৃহৎ। এই ডানার সাহায্যে এরা শক্তি ক্ষয় না করে দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম হয়।
প্রাকৃতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই পাখিগুলোর সংরক্ষণ এখন সময়ের দাবি। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত সামুদ্রিক দূষণের কারণে আজ আলবাট্রসের জীবনধারা হুমকির মুখে। তাই এদের রক্ষা করতে আন্তর্জাতিক উদ্যোগ অত্যন্ত জরুরি।
হ্যাপী