
রিশাদ হোসেন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। ফ্রাঞ্চাইজি লিগের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ব্যাট হাতে ২ বলে ৫ রান করার পর বল হাতে টাইগার স্পিনার শিকার করেছেন তিন উইকেট। তাঁর দল জয় পেয়েছে ৯৫ রানে।
শুক্রবার ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলায় ৮ উইকেটে ২০২ রান সংগ্রহ করে লাহোর। দলের হয়ে ২৫ বল খরচায় ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাইম। উইকেটরক্ষক কুশল পেরেরা ৩৫ বলে ৬১ রান করেন। নয় নম্বরে নেমে ১টি বাউন্ডারিতে ২ বলে ৫ রান করেন রিশাদ। লাহোরের হয়ে খেলা টাইগার দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ২ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন।