
দুবাইয়ে দুদিনের অনুশীলন শেষে লাহোরের পথে বাংলাদেশ টিম
বাংলাদেশের ক্রিকেট যেন ‘সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা’। ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্ট হারের পর সংযুক্ত আরব আমিরাতে লজ্জার পাল্লা আরও ভারি হলো। শারজায় আইসিসির সহযোগী দেশটির কাছে ২-১এ টি২০ সিরিজ হার টেস্ট খেলুড়ে টাইগারদের! ভগ্ন মনোরথে দুবাইয়ে দিন দুয়েকের অনুশীলনের পর টিম বাংলাদেশ এখন পাকিস্তানের পথে। লাহোরে লিটন দাসদের জন্য আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ নিজ আঙিনায় পিএসএলে রানের বন্যা বইয়ে দিয়ে এই সিরিজটা খেলতে নামছে সালমান আলি আগার পাকিস্তান।
বাবর-আফ্রিদি-রিজওয়ানের মতো তারকা বাদ পড়লেও স্কোয়াডে আছেন ফখর জামান, সাহিবজাদা ফারহান, হাসান আলি, শাদাব খান, সাইম আইয়্যুব, হারিস রউফের মতো ছোট্ট ফরম্যাটের ধুন্ধুমার সব ক্রিকেটার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি২০ বুধবার। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ আগামী শুক্র ও রবিবার।
পাকিস্তান যাওয়ার আগে সূচির বাইরে আমিরাতের সঙ্গে সিরিজ খেলার উদ্দেশ্য ছিল ভালোমতো প্রস্তুতি নেওয়া। কিন্তু লজ্জার মাথা খেয়ে হেরে বসে লিটনের দল। শারজায় প্রথম টি২০তে ১৯১ রানের পুঁজি নিয়ে ২৭ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ম্যাচে ২০৫ রান করেও ২ উইকেটে হারে লিটনের দল। চরম ব্যাটিং ভরাডুবির পর ১৬২ রান করে শেষ ম্যাচে ৭ উইকেটের বড় হারের লজ্জায় ডুবে সফরকারীরা। ব্যাটিং একটু ভালো হলে বোলিং খারাপ, আবার বোলিং ভালো তো ফিল্ডিং যাচ্ছেতাই-এই ছিল অবস্থা। ক্রিকেটারদের নিবেদন, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, সার্বিক পেশাদারি নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
বোলিং বৈচিত্র্য, পাওয়ারপ্লেতে রান তোলার গতি, স্ট্রাইক রোটেশন, ফিল্ডিং-সবকিছুতে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে আমিরাত। জাতীয় দলের এমন ভঙ্গুর পারফরম্যান্সে হতবাক দেশের ক্রিকেটাঙ্গন। সমর্থকরা যেমন সমালোচনায় সরব তেমনি প্রশ্নবিদ্ধ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সিরিজ হারের পর লিটন দাস বলেছেন, ‘এই হারকে জীবনের অংশ হিসেবে দেখতে হবে। ক্রিকেট খেললে এমন হবে। মাঝে মাঝে প্রতিপক্ষও ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতেই হবে।’ বিষয়টা এত সহজে হজম করতে পারছেন না খালেদ মাসুদ পাইলট,‘এমনটা সত্যিই হতাশার। সুযোগ-সুবিধার দিক দিয়ে আরব আমিরাত আমাদের চেয়ে অনেক পিছিয়ে।’
সাবেক অধিনায়ক আরও বলেন,‘অভিজ্ঞতায়ও আমরা এগিয়ে ছিলাম। তবে আমাদের খেলোয়াড়রা অনেকদিন ধরেই ভালো কিছু করতে পারছে না। খেলা দেখে যে ভালো লাগা, তাও আসে না। তারা যেন মাঠে থাকাটাই উপভোগ করছে না। কিছু একটা করার তাড়নাটা নেই। অষ্টম উইকেট জুটিতে (তৃতীয় ম্যাচে) জাকের নিজে ব্যাট না করে তানজিমকে স্ট্রাইক দিচ্ছিল। এটা তো গেম সেন্সের বিষয়। এভাবে সবাই একটা করে ভুল করলে তো অনেক ভুল হয়ে যায়! ঘরের মাঠে পাকিস্তান শক্তিশালী। লাহোরেও প্রচুর রান হবে। সুতরাং কত দ্রুত এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা যায়, ম্যানেজমেন্টকে সেটি নিয়ে কাজ করতে হবে।’
২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ১৯ টি২০তে পাকিস্তানের মুখোমুখি হয়ে ১৬টিতেই হেরেছে বাংলাদেশ। জয় ৩ ম্যাচে। সর্বশেষ জয় ২০১৬ সালে, মিরপুরে। এরপর ৯ ম্যাচে আর কোনো জয় নেই। অবশ্য বছর দুয়েক আগে হাংজুতে এশিয়ান গেমসে দুই দেশের তৃতীয়সারির দরের লড়াইয়ে একটা ম্যাচ জিতেছিল বাংলাদেশ! এবার পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। ভারত-পাকিস্তান দ্বন্দ্বে পিএসএল পিছিয়ে যাওয়ায় সিরিজ নেমে আসে তিন ম্যাচে।
আজ লাহোরে পৌঁছে সোম ও মঙ্গলবার দুইদিন অনুশীলন করবে বাংলাদেশ। পিএসএল খেলতে আগেই পাকিস্তানে যাওয়া রিশাদ, মেহেদি হাসান মিরাজ এবং আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন। রিশাদ-মিরাজের লাহোর কালন্দার্স পিএসএলের ফাইনালে উঠে গেছে। লাহোরে আজ শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
সাম্প্রতিক চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ফলে নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে পাকিস্তান সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশ সিরিজে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো সিরিজজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে।