
ছবি : সংগৃহীত
টেস্ট দলের নিয়মিত মুখ সাদমান ইসলাম সম্প্রতি মনোযোগ দিচ্ছেন ব্যাটিং গড় উন্নয়নে। নিজেকে আরও কার্যকর ব্যাটার হিসেবে গড়ে তুলতে পরামর্শ নিচ্ছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের কাছ থেকে। সবশেষ টেস্টে সেঞ্চুরি করা এই বাঁহাতি ওপেনার ধারাবাহিকতা ধরে রাখতে চান ঘরোয়া ও আন্তর্জাতিক দুই মঞ্চেই।
সাদমান বলেন, “লাস্ট কিছুদিন মুশফিক ভাইয়ের সাথে ব্যাটিং করছি, উনারা যেভাবে প্র্যাকটিস করে সেটা অনুসরণ করলে উন্নতি আসবে বলে বিশ্বাস করি। এভারেজ বাড়াতে গেলে কিভাবে ব্যাটিং করতে হবে, সেটা নিয়ে কথা বলেছি।”
সাদা বলের ক্রিকেটে এখনো জায়গা হয়নি সাদমানের, যদিও ঘরোয়া ক্রিকেটে সাদা বলে ভালো গড় রয়েছে তার। এখনো ‘এ’ দলের হয়েও সাদা বলের ম্যাচ খেলার সুযোগ পাননি বলে জানান তিনি।
তিনি বলেন, “নাইন্টিনের পর থেকেই রেড বলেই বেশি খেলেছি। সাউথ আফ্রিকা সফরে খেলানোর কথা থাকলেও শেষ পর্যন্ত সুযোগ হয়নি।”
২০১৮ সালে অভিষেক হয় সাদমানের। ২২টি টেস্ট খেলেছেন তিনি। ব্যাটিং গড় ৩০-এর নিচে হলেও, উন্নতির ধারায় থাকতে চান এই বাঁহাতি ওপেনার। ঘরোয়া ক্রিকেটে বড় ইনিংস খেলে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে আরও প্রস্তুত করতে চান তিনি।
আশাবাদী সাদমান বলেন, “প্রিমিয়ার লিগে বড় ইনিংস খেলার চেষ্টা করেছি। এনসিএল বা বিসিএলে ২০০-২৫০ রান করলে সেটা আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কাজে দিবে। ”
তবে শুধু টেস্ট নয়, সাদা বলের ক্রিকেটেও নিজেকে প্রমাণ করতে চান। এ জন্য সুযোগের অপেক্ষায় থাকা এই ওপেনার মনে করেন, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো একদিন সাদা পোশাক ছাড়াও রঙিন জার্সিতে দেখা যাবে তাকে।
আগামী জুনে শ্রীলঙ্কা সফর সামনে রেখে মিরপুরে ব্যক্তিগত প্রস্তুতি নিচ্ছেন তিনি। লঙ্কান বোলিং লাইনআপ চেনা হওয়ায় আত্মবিশ্বাসী এই ওপেনার ভালো কিছু উপহার দিতে পারবেন বলে আশাবাদী।
সূত্র - https://www.youtube.com/watch?v=BmH_EUG7KIA
সা/ই