ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

শহীদ পরিবারের মাথার উপর ভাঙনের ছায়া- পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদ

জামাল বাদশা, লালমনিরহাট

প্রকাশিত: ১৫:৫৬, ২৪ মে ২০২৫

শহীদ পরিবারের মাথার উপর ভাঙনের ছায়া- পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদ

ছবি: দৈনিক জনকন্ঠ।

লালমনিরহাট শহরের বিডিআর রোডে ৫৩ বছর ধরে বসবাসরত শহীদ পরিবারের আশ্রয়স্থল এখন উচ্ছেদের শঙ্কায়। মানবিক পুনর্বাসনের দাবি জানিয়েছে পরিবারটি। 

শনিবার (২৪ মে) দুপুরে নিজ আশ্রয়স্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এস. সুলতান আহমেদ বাবলু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবলু বলেন, ১৯৭২ সাল থেকে শহরের বিডিআর রোডের একটি পরিত্যক্ত সরকারি সম্পত্তিতে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। স্বাধীনতার পর জেলা প্রশাসনের মৌখিক অনুমতিতে কেয়ারটেকার হিসেবে সেখানে থাকার অনুমতি পান। পরবর্তীতে ১৯৯৫ সালে একটি লিখিত অঙ্গীকারে তিনি উল্লেখ করেন, প্রয়োজনে সম্পত্তি ছেড়ে দেবেন। কিন্তু এতদিন পর্যন্ত কোনো উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি।

বাবলু বলেন, “আমার পিতা এ দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্ব পালন করে এখানে বাস করছি। হঠাৎ যদি উচ্ছেদের মুখে পড়ি, পুনর্বাসন ছাড়া পরিবার নিয়ে কোথায় যাবো তা আমাদের জানা নেই।”

সংবাদ সম্মেলনে বাবলুর স্ত্রীও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এই বাড়িতেই আমাদের জীবনের অনেক বছর কেটেছে। এখন হঠাৎ করে উচ্ছেদ করলে আমরা মানবিক সংকটে পড়ব।”

পরিবারটির দাবি, প্রশাসনের সঙ্গে দীর্ঘদিনের আস্থাভাজন সম্পর্কের ভিত্তিতে সরকারি সম্পত্তিতে বসবাস করলেও, এখন পুনর্বাসনের কোনো নিশ্চয়তা না থাকায় তারা দুশ্চিন্তায় আছেন। মানবিক বিবেচনায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এমনই আবেদন জানিয়েছেন তারা।

মিরাজ খান

×