
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে আবু বক্কর নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু আবু বক্কর উপজেলার বিদ্যাকুট গ্রামের তারেক জিয়ার ছেলে। আবু বক্কর উপজেলার ভৈরবনগরে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
সেখানেই শনিবার সকালে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে যায়। প্রথমে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হয়।
আবু বক্করের বাবা তারেক জিয়া জানান, বৃহস্পতিবার মায়ের সঙ্গে ভৈরবনগর নানার বাড়িতে বেড়াতে যায় আবু বক্কর। শনিবার সকালে তার নানা বাজার থেকে লিচু নিয়ে যান। নানা বাড়ির উঠানে খেলাধুলার ফাঁকে লিচু খাচ্ছিল বক্কর। এ সময় গলায় বিচি আটকে সে শ্বাস-প্রশ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে যায়। তিনি বলেন, ‘এভাবে ছেলের লাশ বাড়িতে নিতে হবে তা কখনো ভাবিনি।’
রাজু